জেলা রাজ্য

মরার উপর খাঁড়ার ঘা


জয়দেব নিয়োগী: চিন্তন নিউজ:২৬শে মে:– এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা।মারণ ভাইরাসের কবলে পড়ে দেশের মানুষ আজ বিপর্যস্ত।একে রোগের ভয়, তাকে ছাপিয়ে গেছে খাদ‍্যাভাব। এর উপর প্রবল আম্ফান নামক ঝড়ের তান্ডব,যার যাত্রাপথের মধ‍্যে পড়েছে এরাজ‍্যের কয়েকটি জেলা। এর ফলে স্তব্ধ জনজীবন। নেই আপৎকালীন কোনো ব‍্যবস্থা। নেই বিদ‍্যুৎ ,খাদ‍্য ও ত্রিপল। মাথার ছাদ হারিয়ে মানুষ দূর্ভোগের শেষ সীমায় পৌছেছে।

এর মধ‍্যেই উঠেছে ঈদ্ এর চাঁদ। বৎসরান্তের এই পার্বণ এবারে আনন্দের নয়,বরং সব হারানোর দুঃসহ যন্ত্রনার। যদিও সরকার বিনা পয়সায় চাল ও রেশন দেবার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সুষম বন্টনের অভাবে তা সবার হাতে পৌছচ্ছেনা। অনেক ক্ষেত্রেই তা মানুষের খাওয়ার অযোগ্য। এই অবস্থায় কয়েকটি মানবদরদী সংগঠন ধারাবাহিক ভাবে দুঃস্থ পরিবারগুলির হাতে ত্রান তুলে দিচ্ছে। এরমধ‍্যেই গড়বাটি ‘আমরা কয়েকজন সুইমিং ক্লাব’ ও ‘চুচুঁড়া সেন্স সোসাইটির’ উদ‍্যোগে ঈদ্ উপলক্ষে ৫০ টি দুঃস্থ সংখ্যালঘু পরিবারের হাতে,স্থানীয় পাশ্ববর্তী এলাকার ৮৯ টি পরিবার ও পোলবা সূয়াখাল এলাকা ও স্টেশন চত্বর এলাকার ৫৬ টি পরিবারের হাতে তুলে দিলেন কিছু খাদ‍্যসামগ্রী।তাদের দিনকয়েকের আহারের নিশ্চয়তার একটুকরো হাসিই এই সংগঠনগুলিকে পরবর্তী কালে কাজ করার অনুপ্ররনা জোগাবে বলেই তাঁরা মনে করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।