দীপশুভ্র সান্যাল, চিন্তন নিউজ:- জলপাইগুড়ি,১ নভেম্বর- মরা মাছ ভেসে উঠছে তিস্তায়
জলপাইগুড়ি’র তিস্তায় মাছের মড়ক, নড়েচড়ে বসল মৎস্য দফতর। জানা গেছে এই সময়ে আবহাওয়ার পরিবর্তনের কারণে জলে অক্সিজেন মাত্রা কমে গিয়ে নদীয়ালী ছোট মাছ মৃত অবস্থায় ভেসে ওঠার সম্ভবনা রয়েছে। তবে এই ক্ষেত্রে কি হয়েছে তা জানতে মৃত মাছ, জল ও মাটি’র নমুনা পরীক্ষার জন্য কলকাতার কেন্দ্রীয় ল্যাবে পাঠানো হয়েছে বলে জানাল মৎস্য দফতর। রিপোর্ট না আসা পর্যন্ত সর্তকতা হিসেবে তিস্তা সেতু থেকে মণ্ডলঘাট পর্যন্ত প্রায় দশ কিলোমিটার তিস্তায় মাছ না ধরার পরামর্শ মৎস্য দফতরের। মৎস্যজীবী ও স্থানীয়দের সচেতন করা হচ্ছে বলে দাবি।
প্রসঙ্গত উল্লেখ্য ২০১৮ সালে জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীতে মাছের মড়ক লক্ষ্য করা যায়। আবার ঘটনার পুনরাবৃত্তি ঘটে রবিবার সকালে প্রথম জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তর সংলগ্ন জুবলি পার্ক এলাকার ১ নম্বর স্পারের পাশে তিস্তায় বিভিন্ন প্রজাতির অসংখ্য নদীয়ালী মাছ মৃত অবস্থায় ভেসে উঠতে দেখা যায়। সেই মাছ সংগ্রহ করেন স্থানীয়রা। কিন্তু মাছের মড়কের ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়ায় তিস্তা পাড়ে। ৪ অক্টোবর সিকিমের বন্যার সময় সেনার অন্ত্র ভাণ্ডার ও বিভিন্ন রাসায়নিক তিস্তায় ভেসে আসে। ভেসে আসা রাসায়নিক থেকে কি মাছের মড়ক ধন্দে গ্রামবাসী। সোমবারও মৃত মাছ সংগ্রহ করে অনেকে। মৎস্য দফতরের দাবি, প্রাথমিক তদন্তে উঠে এসেছে জলে অক্সিজেনের মাত্রা কমছিল। এই কারণে নদীয়ালী শুধুমাত্র ছোট প্রজাতির মাছের মড়ক হয়। এদিকে তিস্তায় কীটনাশক কিংবা ব্যাটারি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে শর্ট দিয়ে মাছ স্বীকারের এখনও কোন তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা শ্যামল মণ্ডল জানান, মাছের মড়ক কি কারণে বোঝা যাচ্ছে না। তবে আমাদের অনুমান বন্যার ভেসে আসা কোন রাসায়নিক থেকে এমনটা হতে পারে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা কুসুম মণ্ডল বলেন,সবাইকে মৃত ভেসে ওঠা মাছ সংগ্রহ ও খেতে বারণ করা হচ্ছে। প্রচার চলছে করা হচ্ছে মাইকিং। এদিকে মৎস্য দফতরের আধিকারিক সুমন সাহা জানান ,প্রাথমিক ভাবে তিস্তায় কীটনাশক প্রয়োগের কোন তথ্য পাওয়া যায়নি। তবে ভোরের দিকে জলে অক্সিজেনের মাত্রা কমে যায় অনেক সময়, এই কারণে এমনটা হতে পারে। বিভিন্ন নমুনা ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট না আসা পর্যন্ত সর্তক থাকতে তিস্তায় মাছ না ধরতে বলা হয়েছে।
শরতের শেষে শীতের শুরুতে এই সময় প্রতি বছর তিস্তায় বরলী মাছ থেকে শুরু করে বাটা বোয়াল আর সহ বিভিন্ন নদীয়ালি সুস্বাদু মাছ ধরেন স্থানীয় মৎস্যজীবীরা । স্থানীয় মৎস্যজীবী দিপু রায় জানালেন ৪ ঠা অক্টোবর বন্যার পরের দিন তিস্তায় বহু মাছ ভেসে ওঠে অনেক মাছের মৃত্যুও হয় তিস্তা পাড়ের বিভিন্ন বাঁধের সামনের জলে। বুধবার সকালেও বিভিন্ন প্রজাতির মরা মাছ নদীতে ভেসে ওঠায় চিন্তিত মৎস্যজীবীরা এই সময়ের সোনালী ফসল তিস্তার বিখ্যাত বোরোলি মিলছে না নদীর কোনখানে। নদীয়ালি বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে জলে। স্থানীয় সূত্রে জানা গেছে চার তারিখ বন্যায় ভেসে আসা মরা মাছ খেয়ে তিস্তা পাড়ের বহু মানুষের পেটের সমস্যা হয়েছিল। তারপর থেকে ওই মাছ কেউ খাচ্ছেন না তোলাও হচ্ছেনা মরা মাছ। বিষক্রিয়ার জেরে এই ঘটনা বলে তিস্তা পাড়ের বাসিন্দাদে অনুমান। তবে এই সময় জলে ভেসে ওঠা মাছ সংগ্রহ করতে ব্যস্ত তিস্তা পারের অতি উৎসাহী বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে তিস্তার জল ও মাটি পরীক্ষার জন্য ঘটনাস্থলে পৌঁছয় মৎস্য দফতরের প্রতিনিধিরা, জলে ভেসে ওঠা মাছ না খাওয়ার জন্য প্রচার চলছে।