দেশ

মজদুর সংগঠনগুলিও কিষাণ আন্দোলনের শরিক হতে যাচ্ছে।


পাপিয়া মজুমদার:চিন্তন নিউজ:১১ই ডিসেম্বর :- কিষাণ ও সরকারের মধ্যে বিরোধ বিন্দুমাত্রও মেটেনি, বরং বেড়েই চলেছে। সরকার বাহাদুর জানিয়ে দিয়েছেন, তিন কৃষি কানুন রদ হবেনা কিছুতেই। তারা কিষাণ সংগঠন গুলিকে জানিয়ে দিয়েছেন যে, কৃষি মন্ত্রণালয়ের তরফ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা যেন পূণরায় বিচার বিবেচনা করে দেখেন। ও সেই প্রস্তাবে সাড়া দিতে যেন এগিয়ে আসেন। কিন্তু কিষাণ সংগঠনগুলি সরকারের সেই প্রস্তাব মানতে সম্পূর্ণভাবে অস্বীকার করে। যার ফলে কিষাণ ও সরকারের মধ্যে ঐক্যমত গড়ে ওঠার সকল প্রকার চেষ্টা বিফলে পর্যবসিত হয়।

ফলশ্রুতিতে, কিষাণ সংগঠনগুলি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে, ও তাদের আন্দোলনকে আরও অনেক বেশি জোরদার করার সিদ্ধান্ত নেয়।

এবার সেই আন্দোলনের শরিক হ’তে মজদুর সংগঠন গুলিও এগিয়ে আসছেন বলে জানা গেছে। এই আন্দোলন এক ব্যাপক চেহারা নিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।