জেলা

কোলকাতার কিছু কথা


চিন্তন নিউজ, কাকলি চ্যাটার্জি, ৩০ ডিসেম্বর: আজ ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে সিপিআই(এম) কসবা ২ এরিয়া কমিটির আহ্বানে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের লড়াইয়ের প্রতি সহমর্মিতা জানাতে এবং নয়া কৃষি বিল বাতিলের দাবিতে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সভায় বক্তা হিসাবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আন্দোলেনের নেতা অমল হালদার, শতরূপ ঘোষ, তন্ময় ভট্টাচাৰ্য, কলিকাতা জেলার সদস্য অংশুতোষ খান প্রমুখ। এই কর্মসূচিতে একটা ভালো সংখ্যক পথচলতি মানুষের উপস্থিতি ছিলো।

রাজধানীর বুকে একমাসের বেশী সময় ধরে প্রবাহমান কৃষক আন্দোলনের পাশে থাকার বার্তা নিয়ে সিপিআই(এম) চৌরঙ্গী ২ এরিয়া কমিটির উদ‍্যোগে ৪৮ নম্বর ওয়ার্ডে অর্থ সংগ্রহ করা হলো।

সূদেষ্ণা দে‌: ভারতের ছাত্র ফেডারেশনের ৫১তম প্রতিষ্ঠা দিবসে কলেজ স্ট্রিট রাজাবাজার আঞ্চলিক কমিটির অন্তর্গত ভিক্টোরিয়া কলেজে ইউনিট ও ৩৭ নং ওয়ার্ড টেরিটোরিয়াল ইউনিট, ৪০নং ওয়ার্ড কলেজ ইউনিট, ৪০নং ওয়ার্ড টেরিটোরিয়াল ইউনিট এবং মিত্র ইনস্টিটিউশন স্কুল ইউনিটের উদ্যোগে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল‍্যদান করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।