জেলা

রবিবারের কলকাতা


কাকলি চ্যাটার্জী, চিন্তন নিউজ, ১১ অক্টোবর: উৎসবের আমেজ রক্তদান শিবিরে! মহামারীর আবহে রক্তের সংকট মেটাতে সিঁথি-পাইকপাড়া যুব আঞ্চলিক কমিটির সেন্টারসিঁথি যুব ইউনিট প্রস্তুতি কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হল রক্তদান শিবির। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডঃ ফুয়াদ হালিম, অভিনেতা পরাণ বন্দ‍্যোপাধ্যায় প্রমুখ। মোট ৬৬ জন রক্তদান করেন, যার মধ্যে ২৭ জন মহিলা। একজন দৃষ্টিহীন ব্যক্তি এগিয়ে আসেন রক্তদাতা হিসেবে। অঞ্চলের মানুষের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ এক অন্য মাত্রা এনে দেয় আজকের
শিবিরে।

মূল্যবৃদ্ধি লাগামহীন! সাধারণ মানুষের নাগালের বাইরে আজ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। হেলদোল নেই কেন্দ্রীয় বা রাজ্য সরকারের। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের কোনো অভিমুখ নেই এই দুই সরকারের! কর্পোরেটবান্ধব সরকারের নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি শিয়ালদহ আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ ৩৭ নং ওয়ার্ডের পাটোয়ারবাগানে পথসভা অনুষ্ঠিত হল।

কলকাতা স্ট্রীট হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আজ হকার আন্দোলনের প্রবীণ নেতা অধীর দাসের স্মরণসভা অনুষ্ঠিত হয় বেলেঘাটা জোড়ামন্দির এলাকায়। স্মৃতিচারণ করেন সংগঠনের কলকাতা জেলার সম্পাদক গোপাল দাস, রাজীব বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ।

দায়বদ্ধতায় সিটু অনুমোদিত শ্রমিক সংগঠনগুলো! কাজের ধারাবাহিকতায় মানুষের পাশে দেশব্যাপী সেই লকডাউনের শুরু থেকেই। আজ কলকাতা স্ট্রীট হকার্স ইউনিয়ন (সিটু অনুমোদিত) কাশীপুর-টালা-চীৎপুর ইউনিটের পক্ষ থেকে বিবিরবাজার মোড়ে (৬নং ওয়ার্ড) প্রান্তিক পরিবারগুলোকে রেশনসামগ্ৰী দেওয়া হল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।