চিন্তন নিউজ—১৬ই ফেব্রুয়ারি- আফতাব উদ্দিন আহমেদ জানিয়েছেন– রাজারহাট নিউ টাউন ১নং এরিয়া কমিটির লাউহাটিতে মিছিল ও পথ অবরোধ। শহীদ কমঃ মইদুল ইসলাম মিদ্দার হত্যার বিচার চাই! দোষি পুলিশের শাস্তি চাই।
গীতা অধিকারী–ছাত্র যুব নবান্ন অভিযানে পুলিশের বর্বরতা অত্যাচারে বাঁকুড়া কোতলপুরের যুব সদস্য মইদুল আলী মিদ্দা দলদাস পুলিশের মারে মৃত্যু হয়। তার প্রতিবাদে আজ টলিগঞ্জ এরিয়া কমিটির উদ্যোগে ভোলা বসু থেকে রানী কুটির মোড় পযর্ন্ত মিছিল ও মমতার কুশপুত্তলিকা দাহ করা হয়।এবং কিছুক্ষণ পথ অবরোধ করা হয়।