জেলা

দক্ষিণ চব্বিশ পরগণা জেলা নিউজ


চিন্তন নিউজ:১৬ই ফেব্রুয়ারি:– ডালিয়া চ্যাটার্জি জানিয়েছেন–ছাত্র যুব নবান্ন অভিযানে পুলিশের বর্বরতার আক্রমণে আহত বাকুড়া কোতুলপুর গ্রামে যুব কমরেড মইদুল ইসলাম মিদ্যা আজ সকালে বেসরকারী হাসপাতালে মৃত্যু বরণ করেছেন তার মৃত্যুর প্রতিবাদে মমতা ব্যানার্জি র পুলিশ কে ধিক্কার জানিয়ে খুনি পুলিশের শাস্তি র দাবী নিয়ে ১৫ তারিখ সন্ধ্যা সাতটায় শ্রীখন্ডা নবগ্রাম শাখার উদ্যোগে ছাত্র যুব মহিলা ও গণ আনদোলনে র নেতৃত্বদের নিয়ে নবগ্রামের গৌতমের দোকানথেকে পাঁচ নম্বর ওয়ার্ডের অধিকাংশ পথ পরিক্রমা করে নরেন্দ্র পুর স্টেশন পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে নিয়ে মৌন মিছিল সংগঠিত করা হল

অভিজিৎ দাশগুপ্ত জানিয়েছেন– ১১ ফেব্রুয়ারি ছাত্র যুবদের নবান্ন অভিযানে মমতার পুলিশের নির্মম নৃশংস লাঠিচার্জে নিহত শহীদ যুব কর্মী কমরেড মইদুল ইসলাম মিদ‍্যার হত্যার প্রতিবাদে সিপিআইএম সোনারপুর পশ্চিম এরিয়া কমিটির ডাকে বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। গড়িয়া শীতলা মন্দির থেকে মহামায়াতলা পরিক্রমা করে।মিছিল গড়িয়া শীতলা মন্দিরের সামনে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এরিয়া কমিটির সদস্য গৌতম দত্ত।

দেবু রায় জানাচ্ছেন– পূর্ব যাদবপুরে ডিওয়াইএফ‌আই ও এস‌এফ‌আই এর উদ্যোগে সন্তোষপুর বাসস্ট্যান্ড থেকে সন্ধ্যায় এক বিক্ষোপ মিছিলের আয়োজন করা হয় , মইদুল ইসলাম মিদ্দা কে পুলিশ দ্বারা হত্যার বিরুদ্ধে।

অশোক কুমার দাস জানাচ্ছেন–শহিদ কমরেড মইদুল ইসলাম মিদ্যার নারকীয় মৃত্যুর প্রতিবাদে গঙ্গাসাগরের কৃষ্ণনগর বাজার , ও হরিণবাড়ি বাজারে ধিক্কার মিছিল সহ পথ অবরোধে ছাত্র যুবরা ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।