জেলা

আজকের হুগলি জেলার সংবাদ–


চিন্তন নিউজ: ৭ই ডিসেম্বর,২০২০:– নবনীতা চক্রবর্তী— শ্রীরামপুর:-আগামী কাল ৮ই ডিসেম্বর ৩টি কৃষক বিরোধী কৃষি আইন ও জন বিরোধী বিদ্যুৎ আইন প্রত্যাহারের দাবিতে এবংদিল্লীতে অবস্থানরত কৃষকদের উপর কেন্দ্রীয় সরকারের অমানবিক নির্যাতনের বিরুদ্ধে খানাকুলে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বসু:—আরামবাগে:-দিল্লিতে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে রাজবলহাটে সারা ভারত কৃষক সভার মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন জাঙ্গিপাড়া ২ এরিয়া কমিটির সম্পাদক কমরেড শ্যামল পালধী,কমরেড নারায়ণ কোলে, কমরেড যোগেশ্বর নন্দী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সুদীপ্ত সরকার:—আরামবাগে:-আগামিকাল দেশ ব্যাপী কৃষক ধর্মঘটের সমর্থনে ও কৃষি আইন বাতিলের দাবীতে দিল্লীর উপকন্ঠে গত ১১ দিন ধরে চলা কৃষক আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করে আজ সন্ধ্যায় জাঙ্গীপাড়া থানার সামনে জাঙ্গীপাড়া থানা কৃষক সমিতি ও জাঙ্গীপাড়া থানা ক্ষেতমজুর ইউনিয়নের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়৷ পথসভায় বক্তব্য রাখেন কমরেড ভক্তরাম পান, সুদীপ্ত সরকার৷ পথসভায় সভাপতিত্ব করেন কমরেড পবিত্র সিংহরায়৷ উপস্থিত ছিলেন কমরেড রঘুনাথ ঘোষ, বিরাজ সিংহরায়, মুন্সী আব্দুস সাত্তার, কাশীনাথ হাজরা, অজিত ঘোষ, মহবুবর রহমান, সুদীপ্ত ঘোষ সহ অন্নান্য নেতৃত্বগণ৷।

সোমনাথ ঘোষ–:-দিল্লিতে আন্দোলনরত কৃষক সংগঠনের ডাকে ৮ ই ডিসেম্বর’২০ ভারত বনধ এর সমর্থনে চন্ডীতলা ১ ব্লক এলাকায় মাইক প্রচারে।দিল্লিতে আন্দোলনরত কৃষকদের প্রতি সংহতি চন্ডীতলা ১ ব্লক এলাকায় ধর্না মঞ্চের আজ ৩ য় দিন। আজকের ধর্না মঞ্চে বক্তব্য রাখেন অধ্যাপক শ্রুতিনাথ প্রহরাজ। গনসংগীত পরিবেশন করেন পিয়ালি গাঙ্গুলি । নৃত্য পরিবেশন করেন সৌমী বাগ। কবি গান পরিবেশন করেন মসাট সৃষ্টি শাখা সদস্য বৃন্দ ।দিল্লিতে আন্দোলনরত কৃষক সংগঠনের ডাকে ৮ ই ডিসেম্বর’২০ ভারত বনধ এর হুগলী চন্ডীতলা ১ ব্লক এলাকায় সমর্থনে মাইক প্রচারে।আজকের মাইক প্রচার কর্মসূচিতে ছিলেন কমরেড সোমনাথ ঘোষ, কমরেড লক্ষী মালিক ও কমরেড শিউলি মাঝি।

জয়দেব ঘোষ-:- বাগডাঙ্গা ছিনামোড় অঞ্চল কৃষক সমিতির উদ‍্যোগে নান্দহাটতলায়, ভারত বন্ধের সমথনে বক্তব্যে রাখছেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলা কমিটির সদস‍্য কম,আশীষ চক্রবর্তী মহাশয় ‌।

জয়দেব ঘোষ-:-মগরা দিগসুই সপ্তগ্রাম এরিয়া কমিটির উদ্যোগে আজ সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস উদযাপন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবির উদ্বোধন করেন পাটির রাজ্য কমিটির সদস্য হুগলি জেলা কমিটির সম্পাদক কমরেড দেবব্রত ঘোষ এই শিবিরে ৬০ জন রক্ত দান করেন এই কর্মসূচিতে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে।

সৌরেন বসু:-গতকাল হরিদাসপুর বাজারে ‌ বাবরি মসজিদ ধ্বংসের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পথ সভা হয়। বক্তা সৌরেন বসু, শ্যামল ঘোষাল, গৌরাঙ্গ বাহক অন্যান্য কমরেডগণ।

জয়দেব ঘোষ-:-সামাজিক দূরত্ব নয়। লাল ঝান্ডার সৈনিকের পাশে শেষ পর্যন্ত থাকাটাই কমরেডশীপ।আজ সকাল ১০ঃ১৫ তে কোভিডে আক্রান্ত হয়ে এম.আর বাঙ্গুর হাসপাতালে প্রয়াত হন চন্দননগরের গণআন্দোলন ও শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা কমরেড অমিতাভ হাজরা। সিপিআই(এম) চন্দননগর মধ্য-পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে হাসপাতালে প্রয়াত কমরেডের মরদেহে লাল পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।