চিন্তন নিউজ:৮ই ডিসেম্বর:-সরোজ দাস জানাচ্ছেন, আজ ৮ ই ডিসেম্বর ২০২০ সর্ব ভারতীয় কৃষক সমিতির আহ্বানে সারা ভারত বন্ধের সমর্থনে কালা কৃষক বিল বাতিলের দাবীতে ,গতকাল বেলুড় অম্বিকা জুটমিল গেটের সামনে পথসভা ও লিফলেট বিলি করা হয়।।
তপলগ্না চক্রবর্তী: সি পিআই(এম) বালি বেলুড় এরিয়া কমিটি।আজ ভারত বন্ধের সমর্থনে গতকাল হাওড়া স্টেশন চত্বরে প্রচার কর্মসূচি নেওয়া হয় ।