চিন্তন নিউজ:২৭/০২/২০২৩:- চৈতালি নন্দীঃ-ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন চন্দননগর উত্তর ১নং ওয়ার্ড কমিটির আহ্বানে ২৬ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পুরস্কার প্রদান করা হয় । গত ৫ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত অঙ্কন প্রতিযোগিতা ও আবৃত্তি প্রতিযোগিতায় সফল হয়েছিল তাদের পুরস্কার প্রদান করা হয়। এর সাথে ২০২২ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সফল ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানানো দেওয়া হয়।আবৃত্তি ও আঁকা প্রতিযোগিতায় প্রথম থেকে ষষ্ঠ পর্যন্ত ৪১ জন প্রতিযোগির হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারি স্কুল শিক্ষক সংগঠনের রাজ্য সম্পাদক ড: সৌগত বসু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সজল কান্তি মিত্র, অনিলকৃষ্ণ অধিকারী, মৃত্যুঞ্জয় রায়চৌধুরী, জয়ন্তপ্রসাদ চট্টোপাধ্যায়, শ্রীপতি দে, শ্রীকুমার দেব ছিলেন।
বিকাল চারটে থেকে হরিদ্রাডাঙ্গা গড়েরধার প্রগতি সংস্কৃতি পরিষদ ভবন এ ১ নং ওয়ার্ড এলাকায় গত ২০২২ সালের মাধ্যমিক উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান হয়। ৮৬ জন কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন এবিটিএ চন্দননগর সম্পাদক দীপঙ্কর নিয়োগী ও সভাপতি অজয় বন্দোপাধ্যায়, বিশেষ অতিথি হিসেবে ছিলেন তাপস সরকার, প্রফুল্ল সরকার, ডাঃ দীপঙ্কর মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব পার্থ চট্টোপাধ্যায়, যুব নেতৃত্ব বিশ্বজিৎ ভট্টাচার্য, অভিজিৎ দে, শুভেন্দু চক্রবর্ত্তী, দেবজ্যোতি চক্রবর্তী। অনুষ্ঠান দুটির সভাপতিত্ব করেন অভ্রময় বিশ্বাস।
ঝুমা শীলঃ-চাতরা শীতলাতলা মেলা উপলক্ষ্যে সিপিআই(এম) বৈদ্যবাটি শেওড়াফুলি এরিয়া কমিটির ৩নং শাখার উদ্যোগে প্রগতিশীল ও মার্কসীয় সাহিত্যের স্টল।