জেলা

কলকাতা জেলা এসএফআই বিক্ষোভ কর্মসূচি


শ্রেয়া পাই–চিন্তন নিউজ-২৫শে সেপ্টেম্বর:- এই মহামারী পরিস্থিতিতে যেখানে মানুষের এক বেলার ভাত জোগানোর দিক থেকেও সরকার মুখ ফিরিয়ে নিয়েছে সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা শুধুমাত্র অনলাইন মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত যে কতটা অবাস্তব তা বোঝা হয়তো উপাচার্যের ঠান্ডা ঘরে বসে চিন্তা করা সম্ভব হয়নি। কত মেধাবী নিম্নবিত্ত ও মধ্যনিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে ক্লাস করতে না পেরে অবসাদে ডুবে গেছে সেটা যেমন তাদের ধারণার বাইরে তেমনি তৃতীয় বর্ষের গুরুত্বপূর্ণ চূড়ান্ত পরীক্ষা যা হাজার হাজার শিক্ষার্থীর আগামী দিনের ভবিষ্যত ঠিক করবে সেই পরীক্ষা অনলাইন মাধ্যমে নিয়ে তাঁরা টাকার মাধ্যমে মেধার বিচারই যে করাতে চাইছেন তাও স্পষ্ট। তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ধৃতরাষ্ট্রের ন্যায় বিচারের প্রতিবাদে ও তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা অফলাইন মাধ্যমেও নিতে হবেই এই দাবিতে এবং তারই সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এবং দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর এর প্রবেশিকা পরীক্ষা একই দিনে নেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীদের সমান সুযোগ পাওয়ার থেকে বঞ্চিত করার প্রতিবাদে আজ ২৫ সেপ্টেম্বর কলকাতা জেলা এসএফআই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছিল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।