মিঠু ভট্টাচার্য:চিন্তন নিউজ:২৫শে সেপ্টেম্বর:–কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি….. কেন্দ্রের সরকার বিরোধী শুন্য সংসদে তিনটি কৃষি বিল পাশ করিয়ে নেয়। সেইজন্য আজ ভারতজুড়ে এই কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ ও ভারত বন্ধের ডাক দিয়েছিল বাম ও গনতান্ত্রিক সংগঠনগুলি। আমাদের হাওড়া জেলায় উলুবেড়িয়ার নিমদিঘি ও বঙ্গবাসীর মোড়ে প্রতিবাদ ও পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী বিল আগামী দিনে কৃষি উৎপাদন চলে যাবে কর্পোরেট ও পুঁজিপতিদের হাতে। যারফলে ক্ষতিগ্রস্ত হবে কৃষক সমাজ এবং সাধারণ খেটে খাওয়া মানুষ। বঙ্গবাসীর মোড়ে বামেদের এই সভা থেকে আওয়াজ ওঠে কৃষক মারার এই বিল মানছি না মানবো না। এখানে বিলের কপি ও কুশপুত্তলিকা পোড়ানো হয়। এই সভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলার সম্পাদক কমরেড বিপ্লব মজুমদার ও অন্যান্য নেতৃত্ব। জমায়েতে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো।
Related Articles
হাওড়ার অন্দরে-
চিন্তন নিউজ—-সৌম্যদ্যুতি ভৌমিক–‘এক মেরুদন্ডওয়ালা মানুষ’, সে এক বিপর্যস্ত সময় । একদিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের আগ্রাসন এবং নীলকরদের অতিরিক্ত মুনাফার লোভে কৃষিবিরোধী অত্যাচার । আর অন্যদিকে হিন্দু সমাজপতিদের ধর্মীয় অনুশাসন । গোটা ভারতবর্ষের মত বাংলার বুকেও নেমে এসেছিলো এক প্রগাঢ় অন্ধকার । সেই গোটা বাংলী জাতির মেরুদন্ড হয়ে যিনি আলোকশিখা উর্দ্ধে তুলে দাঁড়িয়েছিলেন তিনি আমাদের সকলের প্রিয় […]
আজকের পরিবেশ দিবসের ভাবনা। জীব বৈচিত্র্য কে বাঁচিয়ে প্রকৃতিকে সুস্থ রাখা
লাল্টু ঘোষ: চিন্তন নিউজ:৫ই জুন:-আজ ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়ে আসছে ১৯৭৪ সাল থেকে। নগরায়নের প্রভাবে যথেচ্ছভাবে গাছ কেটে আমরা পরিবেশকে বদলে ফেলেছি দ্রুত গতিতে। জীব বৈচিত্র্য কে বাঁচিয়ে প্রকৃতিকে সুস্থ রেখে ভারসাম্য বজায় রেখে মানবজাতির সুস্থতাই আজকের পরিবেশ দিবসের ভাবনা। প্রতি বছর ২ মিলিয়ন মানুষ বায়ু দূষণের কারণে মৃত্যু বরণ […]
আজকের হুগলি জেলার সংবাদ–
চৈতালি নন্দী:- চিন্তন নিউজ: ১৭ সেপ্টেম্বর,২০২০:- মাত্র ৫০০ টাকা বেতনের অভাবে স্তব্ধ হয়ে গেছে চন্দননগরের ২৫০ বছরের ইতিহাস, ফরাসি ঐতিহ্য সম্পন্ন সে আমলের ঘড়িটি বন্ধ হয়ে পড়ে আছে দীর্ঘ ৬ মাস। সুশান্ত নামক একজন মেকানিক যে এই ঘড়িটির নাড়ি নক্ষত্র জানে, শুধুমাত্র এই ঐতিহ্যমন্ডিত ঘড়িটির প্রতি তীত্র ভালোবাসার টানেই তিনি এতোদিন মাত্র ৫০০ টাকা পারিশ্রমিকের […]