জেলা

হাওড়া জেলায় অবরোধ কর্মসূচি


মিঠু ভট্টাচার্য:চিন্তন নিউজ:২৫শে সেপ্টেম্বর:–কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি….. কেন্দ্রের সরকার বিরোধী শুন্য সংসদে তিনটি কৃষি বিল পাশ করিয়ে নেয়। সেইজন্য আজ ভারতজুড়ে এই কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ ও ভারত বন্ধের ডাক দিয়েছিল বাম ও গনতান্ত্রিক সংগঠনগুলি। আমাদের হাওড়া জেলায় উলুবেড়িয়ার নিমদিঘি ও বঙ্গবাসীর মোড়ে প্রতিবাদ ও পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী বিল আগামী দিনে কৃষি উৎপাদন চলে যাবে কর্পোরেট ও পুঁজিপতিদের হাতে। যারফলে ক্ষতিগ্রস্ত হবে কৃষক সমাজ এবং সাধারণ খেটে খাওয়া মানুষ। বঙ্গবাসীর মোড়ে বামেদের এই সভা থেকে আওয়াজ ওঠে কৃষক মারার এই বিল মানছি না মানবো না। এখানে বিলের কপি ও কুশপুত্তলিকা পোড়ানো হয়। এই সভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলার সম্পাদক কমরেড বিপ্লব মজুমদার ও অন্যান্য নেতৃত্ব। জমায়েতে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।