চিন্তন নিউজ: কাকলি চ্যাটার্জি ২৪/০৯/২০২২:- ২৭শে সেপ্টেম্বর আনিস খানের খুনের বিচারের দাবিতে, জুলুমের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এইডওয়া (AIDWA) রাজ্য কমিটির ডাকে আমতা চলোর সমর্থনে কলকাতা জেলা কমিটির ডাকে রাজাবাজারে পথসভা।বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদিকা শমিতা হরচৌধুরী, সভানেত্রী পারমিতা সেন, পত্রিকা ইনচার্জ শিখা সমাদ্দার সহ অন্যান্য নেত্রীবৃন্দ।
আজ প্রকাশিত হল কিশোর বাহিনীর পত্রিকা রঙবেরঙ। উদ্বোধন করেন বিখ্যাত শিল্পী কল্যাণ সেনবরাট। এছাড়া উপস্হিত ছিলেন পীযুষ ধর সহ অন্যান্যরা।
প্রকাশিত হলো দেশহিতৈষী শারদ সংখ্যা, লিখেছেন বিমান বসু, সীতারাম ইয়েচুরি, মহম্মদ সেলিম,প্রকাশ কারাত, সূর্য মিশ্র,মানিক সরকার, বৃন্দা কারাত, ইরফান হাবিব, হান্নান মোল্লা, নীলোৎপল বসু, শ্রীদীপ ভট্টাচার্য, আভাস রায়চৌধুরী, শুভময়, অরিন্দম কোঙার, সুস্নাত দাস, পলাশ দাশ,অশোক ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী, মালিনী ভট্টাচার্য, বিকাশরঞ্জন ভট্টাচার্য, দেবেশ দাস,কনীনিকা ঘোষ, , অঞ্জন বেরা, অর্ণব ভট্টাচার্য, সেখ সাইদুল হক, শ্রুতিনাথ প্রহরাজ, পার্থপ্রতিম বিশ্বাস, তপন মিশ্র, শান্তনু দে, গৌতম দেব,দীপক দাসগুপ্ত, তন্ময় ভট্টাচার্য, বনবাণী ভট্টাচার্য,,সৌমজিৎ রজক, সুশোভন পাত্র সহ আরো অনেকে। ছবিতে রয়েছেন দেশহিতৈষী পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্যরা।
মৌসুমী ঘোষ দাস জানান আজ সিপিআই(এম) বেহালা পশ্চিম ১ এরিয়া কমিটির উদ্যোগে চোর ধরো জেল ভরো মিছিল হল বেহালা থানা থেকে তারাতলা পর্যন্ত। স্লোগানে মুখরিত হল এলাকা। যেভাবে দূর্নীতি আখরায় পরিনত হয়েছে তার বিরুদ্ধে বামপন্থীরা আজও রাস্তায়।