সূপর্ণা রায়:চিন্তন নিউজ:৭ইআগস্ট:–ভারতবর্ষ যে এমন এক লজ্জার দিন দেখবে তা কোনদিন ভারতবাসী ভাবতেই পারেনি।। আজ ভারতে এক কলঙ্কময় অধ্যায় শুরু হল।। সংবিধানে ৩৭০ ধারা বিলোপ হ’ল——আর এই নিয়ে উত্তাল হল সংসদ। শুধু সংসদ বললে ভুল হবে গোটাদেশ জুড়েই কেন্দ্রীয় সরকারের প্রস্তাবের প্রতিবাদের ঝড় উঠেছে।। জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিনত। করা হল——–অমিত শাহের এই ঘোষনার পর থেকেই বিরোধীদের একটা বড় অংশ প্রতিবাদে সোচ্চার হয়ে উঠে।। কংগ্রেসের গুলাম নবি আজাদ মোদী সরকারের এ সিদ্ধান্তকে —–“” ভারতের ইতিহাসে এক কালো দাগ”””—-এই আখ্যা দিয়ে অভিযোগ করেন ———-“””দেশের মাথা যাকে ভারতের মুকুট বলা হয় —-তাকেই কোপানো হল”””——-ভারতবাসী দেখলেন কেমন করে একটা রাজ্যের পরিচিতি মুছে ফেলা হল।। ৩৭০ ধারা বাতিল এবং রাজ্যের অস্তিত্ব বিলোপ প্রস্তাব পেশের সঙ্গে সঙ্গে সংসদ জুড়ে হৈচৈ জুড়ে দেন বিরোধী কংগ্রেস —-পিডিপি—ডিএমকে সদস্যারা।। এরই পাশাপাশি প্রবল বিক্ষোভ দেখান আর-জে-ডি—–সমাজবাদী পার্টী এবং সিপিআই এম ——–সবাই কে অবাক করে দিয়ে বিজেপির শরিকদল জেডি (ইউ) রাজ্যসভা থেকে ওয়াকআউট করে।। নিজের জামা ছিঁড়ে প্রতিবাদ জানান রাজ্যসভা র পিডিপি সাংসদ ফৈয়াজ আহমেদ মীর।। গুলাম নবি আজাদ এই ঘটনা কে –“”অত্যন্ত লজ্জার” বলে অভিযোগ করেন।। তার আরও অভিযোগ জম্মু কাশ্মীর এর পরিচিতি বিলোপ করে দিল স্বৈরাচারী মোদী সরকার।। ভারতের মানচিত্র থেকে মুছে দেওয়া হল রাজ্যটাকে ভাগ করে।। তিনি অমিত শাহের কাছে যুক্তিপূর্ণ কতকগুলি প্রশ্ন রাখেন——-“”‘আপনারা কি ঐতিহ্যের ভারত কে টুকরো করে নতুন ভারত গড়তে চাইছেন???—–রাজ্যবাসীর ইচ্ছা অনিচ্ছার কোনোই কি গুরুত্ব নেই???”””তিনি মনে করেন ভারতের ইতিহাস—ঐতিহ্য—–সংস্কৃতি নিয়ে খেলা করা উচিৎ নয় সরকারের।। কড়া সমালোচনা করেন সিপিআইএম এর টি.কে রংগরাজন—-বলেন —“” ভারতের সংবিধান কে ধর্ষন করল বিজেপি—–বললেন আপনার জম্মু কাশ্মীর এর মানুষ এর সাথে কথা বলার প্রয়োজন মনে করলেন না।। অরেকটা প্যালেস্টাইন বানিয়ে দিলেন——-“”তাহলে যে কোন রাজ্য কেই বিজেপি এমন করতে পারে———– এটাই বলেছিল সিপিআইএম নির্বাচন এর আগে।। ক্ষমতায় আবার এলে দেশের সংবিধান কেই ধংস করে দেবে বিজেপি–আরএস এস——আর আজ সেটাই হল———— সিপিআই এম -এর কে.কে.রাগেশ বলেন “””এই প্রস্তাবের মধ্যে দিয়ে দেশের সংবিধান কে হত্যা করা হল।ওদের বোঝা উচিৎ ছিল হিটলার বা মুসোলিনীর কি অবস্থা হয়েছিল??? “””এই বিজেপি মুখে ঐক্য চাইলেও আসলে ঐক্য চায় না।। এক্ষুনি বিজেপি– আর এস এস —ঔদ্ধত্য ছাড়তে হবে——কাশ্মীর এর মানুষ কে কাছে টেনে নিন আপনারা বলেন আর.জেডি র মনোজ কুমার ——-আরওবলেন আপনারা ওদের কাছে টেনে নিলে ওরাও আপনাদের কাছে টেনে নেবেন।। ডিএমকের তিরুচি শিবা কেন্দ্ররের এই উদ্যোগকে অসাংবিধানিক বলেছেন এবং বলেন যে বিধানসভা এই সিদ্ধান্ত নিতে পারে—–অথচ এই পদক্ষেপ এমন সময় নিল কেন্দ্র যখন সেখানে বিধানসভার অস্তিত্ব নেই।।। এডিএমকের আশঙ্কা এই সিদ্ধান্ত টাকে মার্কিন রাস্ট্রপতি তুরুপের তাস হিসাবে ব্যাবহার করবে।। আর যে দেশ গুলি ভারতের বিরোধীতা করবে তারাও এই বিষয় টাকে নিয়ে হৈচৈ ফেলে দেবে।। জম্মু কাশ্মীর এর প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি এক বার্তায় জানান ——ভারতীয় গণতন্ত্র এর এক কালো দিন আজ। ১৯৪৭ সালে জম্মু কাশ্মীর এর নেতৃবৃন্দ দ্বিজাতি তত্ত্ব এর প্রস্তাব খারিজ করে দিয়ে ভারতে অন্তর্ভুক্ত -ই হওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা এবার উলটে গেল।। সরকারের একতরফা ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ওঅসাংবিধানিক।। এর ফলে দখলদারি শক্তির হাতে চলে যাবে কাশ্মীর।। আর এক প্রাক্তন মুখ্যমে ওমর আব্দুল্লা বলেন “””সরকাররের এই ধংসাত্মক পদক্ষেপ এর সর্বনাশা পরিনতি ঘটবে।। জম্মু কাশ্মীর এর মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা হল”””-.।।
Related Articles
আন্তর্জাতিক স্তরে বি জে পি সরকারের অবিমিশ্রকারিতার প্রকাশ
মল্লিকা গাঙ্গুলি: চিন্তন নিউজ:১১ ই মে:– জাতি, ধর্ম, ভাষা, দেশ, কালের গন্ডী ছাড়িয়ে মানুষ কে মানুষ হিসাবে বিচার করা মনুষ্যত্বের লক্ষণ। আর ব্যক্তি বা সমষ্টি ছাড়িয়ে সরকার তথা রাষ্ট্র শক্তির কাছে সেই মানবিকতা অধিকতর গুরুত্বপূর্ণ হওয়া বাঞ্ছনীয়।আক্ষেপের বিষয় ভারতের কেন্দ্র সরকার তথা বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্ দেশে শুধু নয় দেশের […]
ভারতের বিদেশ নীতি কি ক্রমশ কাগুজে বাঘ হয়ে পড়ছে ?
চিন্তন নিউজ:একটি বিশেষ প্রতিবেদন : মধুমিতা ঘোষ :০১/১১/২০২৩:- আট প্রাক্তন ভারতীয় নৌ-সেনা আধিকারিকের মৃত্যু দন্ডাদেশ কাতার আদালতে।সূত্রের খবর অনুযায়ী ইজরায়েলের হয়ে চরবৃত্তির দায়ে অভিযুক্ত করা হয় এই আটজন ভারতীয় প্রাক্তন নৌ-সেনা কর্মীকে যারা তাদের কর্ম জীবনে দক্ষতার পরিচয় দিয়েছেন এবং ভারতের প্রথম সারির যুদ্ধ জাহাজ গুলোতে নিযুক্ত ছিলেন। মধ্যবয়সী অবসরপ্রাপ্ত এই সেনাকর্মীরা কাতারে দাহরা গ্লোবাল […]
আজকের নিরো ডোনাল্ড ট্রাম্প
রুদ্র চক্রবর্তী:চিন্তন নিউজ:২৬শে মে:- মার্কিণ যুক্তরাষ্ট্রের করোনায় মৃতের সংখ্যা এক লক্ষের কাছে, অথচ সেই দেশের রাষ্ট্রপতি ব্যস্ত গলফ্ খেলায়। করোনার কারণে এবং রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অদূরদর্শীতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক পরিকাঠামো সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। দেশে হু হু করে বাড়ছে বেকারত্বের সমস্যা। সেই পরিস্থিতিতে রাষ্ট্রপতির গলফ্ খেলা নিয়ে সেই দেশের মানুষের মধ্যে নিন্দার ঝড় উঠেছে। এর […]