সীমা বিশ্বাস, আসাম ২৭ জুলাই , চিন্তন নিউজ:- বন্যা বিধ্বস্ত দরং জেলার গরু খুটি এলাকায় এস এফ আই,ডিওয়াই এফ আই এবং সি আর ইউ এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। চার শতাধিক রোগীকে স্বাস্থ্য পরীক্ষা করে ডঃ দেবেশ্বর দাস, ডঃ অনিল চৌধুরী, ডঃ অপরাজিতা দাস এবং ডঃ কমলেশ্বর দাস।দেওমরণের বড়ি গ্ৰামেও হবে চিকিৎসা শিবির।
পি আর সির চিকিৎসকদের গণসম্বর্ধনা_______বন্যায় আক্রান্ত মানুষের চিকিৎসার জন্য সিপিআইএম কাঁছার জেলা কমিটির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। জেলার প্রত্যন্ত অঞ্চলে মোট ৮টা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরগুলোতে দুই হাজারের অধিক বন্যাক্রান্তদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়।এই শিবির গুলোতে স্বাস্থ্য পরীক্ষা করেন কলকাতা থেকে আগত পশ্চিম বঙ্গ পিপলস রিলিফ কমিটির চিকিৎসকেরা। ডঃ ফুয়াদ হালিমের নেতৃত্বে আসা চিকিৎসক দলকে শিলচরের মালুগ্ৰামে শহিদ ভবনে এক গণসংবর্ধনা দেওয়া হয় সভায় ডঃ হালিম বলেন স্বাস্থ্য যখন পণ্য হিসেবে বিক্রি হয় তখন সেক্ষেত্রে অনৈতিক কাজকর্মে র মাধ্যমে মুনাফা অর্জন ই মূলত লক্ষ্য হয়।যে কোনো পণ্যের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতারা নির্দিষ্ট পণ্য সম্পর্কে কিঞ্চিত জ্ঞান থাকে কিন্তু স্বাস্থ্য বিষয়ক কোনো কোনো জ্ঞান শুধু মাত্র বিক্রেতেদারই থাকে।তাই অনৈতিক মুনাফার সুযোগ অনেক বেশি। তাই এই সময় পি আর সি বা জনস্বাস্থ্য কেন্দ্রের মত সেবা প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ।পি আর সি র অন্য ডাক্তাররা ছিলেন ডঃঅনির্বাণ মন্ডল, ডঃ অর্ণব মান্না, ডঃ রাজেন্দ্র প্রসাদ,ও আব্দুল কাহার লস্কর। তাঁরা এই অঞ্চলের মানুষের ব্যবহার ও আপ্যায়নের ভুয়সী প্রশংসা করেন।