রাজ্য

কান্দিতে যান চলাচল স্বাভাবিক করার দাবিতে বিক্ষোভ দেখাল সিপিআইএম


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১ জুলাই: কান্দি-বহরমপুর রাস্তার মাঝে রণগ্রাম ব্রীজের ওপর দিয়ে মাসখানেক ভারি যান চলাচল বন্ধ রেখেছে রাজ্য প্রশাসন। কিন্তু ব্রীজ সারানোর কোনো উদ্যোগ প্রশাসন আজও নেয়নি। সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রী প্রত্যেকে প্রচণ্ড সমস্যার সম্মুখীন।

ব্রীজে ওপর যান চলাচল স্বাভাবিক করার দাবিতে রণগ্রাম ব্রীজ এলাকায় অবস্থান বিক্ষোভ শুরু করল সিপিএম। সোমবার সকাল থেকে সিপিএম কর্মী সমর্থকেরা অবস্থানে বসলে তাতে সামিল হয়েছে এলাকার সাধারণ মানুষও। মাস খানেক সময় ধরে কান্দি বহরমপুর রাজ্য সড়কের ওপর রণগ্রাম ব্রীজের ওপর দিয়ে ভাড়ি যান চালাচল নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

“সাম্প্রতিক মাস খানেক সময় ধরে এই সমস্যা চললেও গত দেড় বছরে বেশ কয়েকবার এই সমস্যা সম্মুখীন হতে হয়েছে এলাকার মানুষকে”, দাবি বিক্ষোভকারীদের। এদিন দিনভর বিক্ষোভ চলে। অবিলম্বে ব্রীজের ওপর যান চলাচল স্বাভাবিক না করা হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলে জানিয়েছেন কান্দি এরিয়া সিপিএম নেতৃত্ব।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।