রাজ্য

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ- জয়দেব ঘোষঃ-অরণ্য সপ্তাহের প্রথম দিনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের বাঁশবেড়িয়া চক্রের পক্ষ থেকে বাঁশবেড়িয়ার সাতটি স্কুলে এবং বৃশ্চিক নাট্য সংস্থায় গাছ বিতরণ।

আজ আই সি সি এস কর্মিসমিতি হুগলী জেলার পক্ষ থেকে জমায়েত করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার এর কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি পালিত হলো। এই কর্মসূচি তে বক্তব্য রাখেন সম্পাদিকা রিয়া চৌধুরী,সভানেত্রী কল্যানী সাধুখা, কমলা হালদার, মনদীপ ঘোষ, কৃষ্ণা মান্না ও আরো অনেকে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার কে ৫ জনের প্রতিনিধি দল ডেপুটেশন দেন। ডেপুটেশন এর দাবি গুলি বিবেচনা করে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

সুব্রত দাশগুপ্তঃ-আজ ১৬ নং শাখার উদ্যোগে জনসংযোগ ও গণ অর্থ সংগ্রহের কাজ চলছে, ত্রিবেণী টিস্যু,চন্দ্রাহাটি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।