কৌশিক রায়: চিন্তন নিউজ:২রা এপ্রিল:-ভারতের ছাত্র ফেডারেশন কান্দি লোকাল কমিটির শহীদ ছাত্রনেতা সুদীপ্ত গুপ্ত স্মরণে আজ ,করোনা মহামারীর জেরে লকডাউনে থাকা দুঃস্থ মানুষের মুখে অন্ন তুলে দেয়।
কান্দি পৌর এলাকার প্রায় ১০০টি দুঃস্থ পরিবারের আজকের খাদ্যসংস্থান করে কান্দি এসএফআই লোকাল কমিটি। সিপিআইএম কান্দি লোকাল কমিটি এই ব্যাপারে সাহায্য করেন এসএফআই এর কর্মীদের।
আগামীদিনে এই ধরনের আরও কর্মসূচি পালন করতে চায় কান্দি এসএফআই। একদিনের খাদ্য পেয়েই উচ্ছ্বসিত অনহারক্লিষ্ট মানুষগুলো।