দেশ

JNU হামলা প্রসঙ্গে কর্তৃপক্ষের নতুন স্বীকারোক্তি উপাচার্যের প্রথম বক্তব্য ঘিরে প্রশ্ন তুলে দিল।


শাশ্বতী ঘোষাল, চিন্তন নিউজ, ২৩ শে জানুয়ারি,জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় উপাচার্য এম জগদীশ প্রথমে জানিয়েছিলেন চার জানুয়ারি ছাত্রনেতা ঐশী ঘোষ সহ একাধিক ছাত্রছাত্রী র ওপর হামলার যে ঘটনা জন সমক্ষে আতঙ্কের বাতাবহ তৈরি করেছিল তার সূত্রপাত আসলে করেছিল বাম মনোভাবাপন্ন ছাত্র সংগঠনের একাধিক ছাত্র ছাত্রী। তারা আগের দিন অর্থাৎ তিন জানুয়ারি সার্ভার রুমে ভাঙচুর চালায়। সম্প্রতি একটি আরটিআই -র প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে বয়ান দিয়েছে তা কিন্তু সম্পূর্ণ ভিন্ন।

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় -র পক্ষ থেকে যে এফআইআর দায়ের করা হয়েছিল তার সঙ্গে বর্তমান বয়ানের আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। আরটিআই -র জবাবে ৩ জানুয়ারি ভাঙচুর করা হয় নি বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে সিসিটিভি ও বায়োমেট্রিক সিস্টেম সবই অক্ষত আছে।

আরটিআই -র উত্তরে আরো বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ই মুখোশধারী কিছু ব্যক্তি র আক্রমণের শিকার হয়েছিলেন জেএনইউ র পড়ুয়া ও অধ্যাপকেরা। গুরুতর আহত হন এসএফআই নেত্রী তথা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ সহ অনেকেই।

এখন প্রশ্ন উঠছে উপাচার্য কি তাহলে প্রথমে মিথ্যা অভিযোগ করেছিলেন ?সমালোচনার মুখে এখন জেএনইউ কর্তৃপক্ষ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।