জেলা রাজ্য

জনতার জন্য, জনতার দাবিতে ‘জনতা পরিবহন’।


সরোজ দাস: চিন্তন নিউজ:৬ই জুন:-‘ জনতার রান্নাঘরে’র পর এবার শুরু হল’জনতা পরিবহন’। উদ্যোক্তা ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী) বালি বেলুড় এরিয়া কমিটি।

দীর্ঘদিন লকডাউনে আমজনতার পকেট শূন্য, রাজ্য সরকার তো ঘোষণা করেই খালাস—খুলে গেল সমস্ত সরকারি ও বেসরকারি অফিস ও কলকারখানা। সরকারি বাস নিতান্তই অপ্রতুল। অনেক বেশী ভাড়া গুনে বেসরকারি পরিবহন ব্যবস্থার সওয়ারি হওয়া বেশিরভাগ মানুষেরই সাধ্যের বাইরে।

এমতাবস্থায় শুধুমাত্র প্রতিবাদ আন্দোলন নয়, বিকল্প পথের সন্ধান দিল এই এরিয়া কমিটি। মাত্র ১০ টাকা ভাড়ায় বেলুড় থেকে টোটো করে পৌঁছে যাওয়া যাবে হাওড়া। পরবর্তীতে বালিখাল থেকেও এই পরিষেবা চালু করার চেষ্টা চলছে। এছাড়া প্রয়োজনে বাইকে করেও পৌঁছে দেওয়ার পরিকল্পনা তৈরী। পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম চালু হল জনতার জন্য জনতার দাবিতে ‘জনতা পরিবহন’।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।