জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজ: ০৬/০১/২০২৪:– পার্থ চ্যাটার্জীঃ- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতি র চন্দননগর মহকুমা কমিটির সম্মেলন আজ অনুষ্ঠিত হলো চন্দননগর ধারাপারা স্থিত কালীচরণ ঘোষ স্মৃতি ভবনের ভবানী মুখার্জী কক্ষে। সম্মেলনে রক্ত পতাকা উত্তোলন করেন সভাপতি কমরেড তপন আমিন। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কমরেড পার্থ চট্টোপাধ্যায়। সম্মেলন উদ্বোধন করেন কমরেড বিশ্বরূপ দাস। প্রতিবেদন পেশ করেন কমরেড দিলীপ দাস। সম্মেলন থেকে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন কমরেড সম্ভু সেনগুপ্ত ও রতিকান্ত রায়। সম্মেলন ১৩৩ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ১১জন প্রতিনিধি রিপোর্টের ওপর আলোচনা করেন।

জয়দেব ঘোষঃ- (ক)আজ ব্রিগেড সমাবেশের সমর্থনে পাণ্ডুয়া কোটাল পুকুর রেলগেট বাজারে ডিওয়াইএফ‌আই এর ডাকে সভা অনুষ্ঠিত হয়।

খ) পান্ডুয়ার ইটাচুনা খন্নান অঞ্চলের ক্ষেতমজুর ইউনিয়নের কর্মীরা ৭ই জানুয়ারি অনুষ্ঠিতব্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশের জন্য প্রচার করছেন।

দেবারতি বাসুলীঃ-আজ চাঁপদানী কে জি আর এস পথ ১৫ পল্লী মোড়ে ডিওয়াইএফ‌আই চাঁপদানী লোকাল কমিটির উদ্যোগে ব্রিগেড সমাবেশ এর পক্ষে পথ সভা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।