জেলা

হাওড়ার টুকরো খবর-


চিন্তন নিউজ–১৪ ই সেপ্টেম্বর:-শর্মিষ্ঠা দাস-এর রিপোর্ট:-জলপাইগুড়ির রাজগঞ্জে দুজন আদিবাসী নাবালিকাকে ধর্ষণের (১ জন আত্মঘাতী) প্রতিবাদে আজ সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি মধ্য হাওড়া, ডোমজুড় পূর্ব, পশ্চিম এবং পশ্চিম হাওড়া ও শ্যামপুর আঞ্চলিক কমিটির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মধ্য হাওড়ায় বক্তব্য রাখেন শর্মিষ্ঠা দাস, রুমা সেনগুপ্ত, সন্ধ্যা পাল। ডোমজুড় পূর্ব ও পশ্চিমে বক্তব্য রাখেন অসীমা পাঠক, সর্বাণী বিশ্বাস, আরতি কুন্ডু প্রমুখ।

সংবাদদাতা সরোজ দাস:- বেকার যুবকদের ৬০০০ টাকা মাসিক ভাতা প্রদান, হাওড়া কর্পোরেশন এ দীর্ঘদিন ধরে শূন্য ৩৫০০ পদে অবিলম্বে নিয়োগ, কর্মক্ষেত্রে ছাঁটাই বন্ধ করতে হবে এবং পূজোর আগে ছোট-বড় সকল প্রকার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে হাওড়ার সুপ্রাচীন মঙ্গলাহাট খোলার দাবী সহ অন্যান্য আঞ্চলিক দাবীর ভিত্তিতে আগামীকাল হাওড়া ময়দানে বঙ্গবাসীর সামনে যে বৃহৎ বামপন্থী ছাত্র-যুব সমাবেশের ডাক দেওয়া হয়েছে তার সমর্থনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ছাত্র ফেডারেশন বালি-বেলুড় আঞ্চলিক কমিটির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হল রাসবাড়ি মোড়ে।

সংবাদদাতা—-শেখ জিশান:- রাতের অন্ধকারে বাঁকড়া মুজাফফর আহমেদ পার্টি অফিসে অগ্নি সংযোগ ঘটিয়ে পুড়িয়ে দেয়ার চক্রান্ত করল দুস্কৃতিকারীরা।বাঁকড়া পার্টি অফিসে রক্তদান শিবিরে তান্ডব চালিয়ে রক্ত সংগ্রহকারী ডাক্তার নার্স ও রক্তদাতাদের উপর অত্যাচার চালিয়ে ও ক্ষান্ত হয়নি তৃণমূল দুস্কৃতিকারীরা।
গতকাল রাজ্যের এক মন্ত্রীর নেতৃত্বে রক্তদান শিবিরে আক্রমণকারী তৃণমূল দুষ্কৃতিকারীদের সঙ্গে নিয়ে মিছিল করে ফিরে যাওয়ার পরই,রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা পুড়িয়ে দেয়ার চেষ্টা করে বাঁকড়া মুজাফার আহমেদ পার্টি অফিসটি। আজ সকালে কমরেডরা যখন পার্টি অফিসে যায় গিয়ে দেখে পার্টি অফিসের তালা ভাঙ্গা ভিতরে আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস এলাকায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে তাই এলাকার মানুষকে সন্ত্রস্ত করার জন্যই এই ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এই দুষ্কৃতিকারীদের জনবিচ্ছিন্ন করে আগামী দিনে আরও সংগ্রাম আন্দোলন সংগঠিত করতে হবে বলে নেতৃত্বে জানান।রক্ত সংগ্রহকারী ডাক্তারবাবু ও রক্তদাতাদের উৎসর্গ করে ওখানে আবার রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে নেতৃত্ব ঘোষণা করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।