জেলা রাজ্য

বিপন্ন পৃথিবী। গাছ লাগান,প্রান বাঁচান।


মৃন্ময়ী রং:চিন্তন নিউজ:৬ই জুন: কেমন আছি আমরা? উত্তর খোঁজার বিপদসীমায় পৌঁছে গিয়েছি। এ প্রশ্ন শুধু আমার দেশের না সারা বিশ্বের। প্রতি বছর ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় বিশ্বজুড়ে। শুরু হয়েছিল ১৯৭৪ সালে বিশ্বকে বার্তা দেওয়া হয়েছিল ভালো নেই পৃথিবী, ভালো নেই প্রাণী ও উদ্ভিদ জগৎ এমনকি ভালো নেই সমূদ্রের জলরাশি, বিস্তীর্ণ পর্বতমালা ভালো নেই নদী,বাতাস,জঙ্গল। আমরা দেখতে পাচ্ছি সমগ্ৰ বিশ্ব জুড়ে প্রতিনিয়ত জলবায়ুর পরিবর্তন হয়ে চলেছে।আর এর একটা বড়ো কারণ গাছ কাটা। আমফান ঝড়ের ফলে আমাদের রাজ্যে কয়েক হাজার গাছ ভেঙে পড়েছে। পরিবেশ বিদেরা মনে করেন এর প্রভাব জলবায়ুতে পড়বে।

তাই চাই পরিবেশ রক্ষা করে বাস্তুতন্ত্র কে টিকিয়ে রাখা-যা না হলে পৃথিবীর এই রুপ অঙ্গারে পরিণত হবে। জনসাধারণের সচেতনতাই একে রক্ষা করতে পারবে।
তাই এই সময়ে দাঁড়িয়ে বিশ্ব পরিবেশ দিবসে সাঁকরাইল উত্তর লোকাল কমিটির দুইল্যা AIDWA সদস্যরা বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণে এলাকায়।সচেতন নাগরিক হিসেবে আমরা যেন এই দায়িত্ব পালন করে যেতে পারি।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।