জেলা

হুগলি জেলার সংবাদঃ-


চিন্তন নিউজঃ-জয়দেব ঘোষঃ-২২ শে অক্টোবর:– কথায় -গানে-কবিতায় বিভেদের বিরুদ্ধে সম্প্রীতির সভাঃ হুগলি ব্যান্ডেল চার্চ এর মোড়ে, আজ সন্ধ্যায়। এ বি পি টি এ জনাই চক্রের বিজয়া সম্মেলনীতে উপস্থিত আছেন রাজ‍্যের সাধারণ সম্পাদক এবং হুগলী জেলা সম্পাদক যথাক্রমে মাননীয় মোহন দাস পন্ডিত এবং কমল মল্লিক মহাশয়।

স্মরণে কমরেড সুদর্শন রায় চৌধুরী.. আজ সিপিআই(এম) কোন্নগর এরিয়া কমিটির পক্ষ থেকে কালীতলা কলোনি মঞ্চে প্রয়াত কমরেড সুদর্শন রায় চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন- সিপিআই(এম) হুগলী জেলা কমিটির সম্পাদক ও রাজ্য কমিটির সদস্য কমরেড দেবব্রত ঘোষ, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায় ও কমরেড সুদর্শন রায় চৌধুরীর পুত্র অভিরূপ রায় চৌধুরী। সঙ্গীত পরিবেশন করেন- মনস্বীতা ঠাকুর। সভায় সভাপতিত্ব করেন- সিপিআই(এম) কোন্নগর এরিয়া কমিটির সম্পাদক কমরেড অভিজিৎ চক্রবর্তী।
সভায় বামফ্রন্টের বিভিন্ন নেতৃত্ব উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।