রাজ্য

হাওড়ার টুকিটাকি —


চিন্তন নিউজ: ১৮ই জানুয়ারি:- নিজস্ব সংবাদদাতা -২৮ জানুয়ারি পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের রাজ্য সমাবেশ উপলক্ষ্যে প্রচার চলছে রাজ্যব্যাপী। আজ সংগঠনের ডোমজুড় ব্লক কমিটির উদ্যোগে দেওয়াল লিখন করা হল তেঁতুলকুলী গ্ৰামে।

শ্যামপুর উত্তর দক্ষিণ আঞ্চলিক কমিটির মহিলাদের উদ্যোগে কৃষাণ দিবস পালন করা হয়। থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের পোদড়া গ্রামে কলেজ ছাত্রী রুকসারের মৃত্যুর সঠিকভাবে তদন্তের দাবিতে পথ অবরোধে এলাকাবাসী

উল্লেখ্য, দশদিন নিঁখোজ থাকার পর স্থানীয় পুকুরের মধ্যে পাওয়া যায় ওই কলেজ ছাত্রীর মৃতদেহ । এলাকাবাসীর অনুমান ধর্ষণ করে খুন করা হয়েছে রুকসারকে। মৃতদেহে আঘাতের চিহ্ন ছিল বলে প্রতক্ষ্যদর্শীদের অভিযোগ । পুলিশ তদন্ত করছে। ১৬/০১/২১ তারিখে বি, গার্ডেন এরিয়া কমিটির জাঠা শুরু হয় বকুলতলা থেকে। হাওড়া জেলার রানীহাটি নাবঘরা মোড়ে বামপন্থী মহিলা সংগঠন সমূহের পক্ষে কৃষকবিরোধী তিন আইন সহ বিদ‍্যুৎ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ সভা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।