চিন্তন নিউজ: ১৮ই জানুয়ারি:– কাকলি চ্যাটার্জি—- আগামী ১১ই ফেব্রুয়ারি ১২টি বামপন্থী ছাত্র-যুব গণসংগঠনগুলোর ডাকে বেলা ১২টায় কলেজ স্ট্রিট থেকে শুরু হচ্ছে নবান্ন অভিযান। আজ এসএফ আই, ডিওয়াইএফ আই এর আহ্বানে নবান্ন অভিযানের সমর্থনে আজ লেক মার্কেটের সামনে অনুষ্ঠিত হল গণকনভেনশন।
সবার জন্য শিক্ষা ও শিক্ষান্তে চাকরির দাবি এবং রাজ্যের বেহাল অবস্থা পুনরুদ্ধারের দাবী নিয়ে পথে নামছে ছাত্র-যুবরা। আজ কনভেনশনে বক্তব্য রাখেন ডিওয়াইএফ আই এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র, এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য্য প্রমুখ।
কৃষক স্বার্থবিরোধী ৩ টি বিল, শ্রমিক স্বার্থবিরোধী ৪ টি শ্রম কোড বাতিল সহ অন্যান্য দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনসমূহের আহ্বানে কলকাতার নিজাম প্যালেসে বিক্ষোভ ও রিজিওনাল লেবার কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হল।

গীতা অধিকারী–স্থগিত নয়, নয়া কৃষি আইন বাতিল করো, সারাদেশে জমিতে মহিলাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, বাম সরকারের সময়ের যৌথ পাট্টার অধিকার ফিরিয়ে দাও —- এই দাবীতে এবং দিল্লির লড়াকু কৃষকদের আন্দোলনকে সংহতি জানিয়ে কলকাতা জেলা বামপন্থী মহিলা সংগঠনগুলোর ডাকে মহিলা কিষাণ দিবস পালন করা হল ঢাকুরিয়া দক্ষিনাপনের সামনে ও মোদীর কুশপুতুলিকা দাহ করা হয়।
