দেশ বিদেশ রাজ্য

আন্তর্জাতিক শিশুদিবসে নববারাকপুর-বিলকান্দা আঞ্চলিক কমিটির ( AIDWA) সকল দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি


সুদীপ্তা ঘোষ: চিন্তন নিউজ:১লা জুন:– আজ আন্তর্জাতিক শিশু দিবস। দ্বিতীয় বিশ্বযুদ্ধত্তর পটভূমিকায় নারীমুক্তি আন্দোলনে বিশেষ উল্লেখযোগ্য ছিল বিশ্ব নারী সংঘের প্রতিষ্ঠা। বিশ্বশান্তি, নারী ও শিশুর অধিকার রক্ষার জন্য আত্মনিয়োগ করলো বিশ্ব নারীসংঘ। বিশ্ব নারীসংঘ ১লা জুনকে আন্তর্জাতিক শিশু দিবস হিসাবে ঘোষণা করে। সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সেই থেকে এই দিনটিকে আন্তর্জাতিক শিশুদিবস হিসাবে পালন করে আসছে।

বর্তমান পরিস্থিতিতে শিশুরা কেমন আছে? ২০০০ সালে ‘ সকলের জন্য স্বাস্থ্য ও শিক্ষা’ কেন্দ্রীয় সরকারের নিশ্চয়তার আশ্বাস থাকা সত্ত্বেও ২০১৯ এ ইউনিসেফের রিপোর্টে শিশু মৃত্যুর হারে ভারত শীর্ষে। শিক্ষার জন্য জাতীয় নীতি থাকা সত্ত্বেও ৫০% শিশু বিদ্যালয়ে প্রবেশ করে। এই দেশে শিশু তার শৈশব হারাচ্ছে, শৈশবের আনন্দ উপভোগ করতে পারে না। এরজন্য দায়ী কে? রাষ্ট্রব্যবস্থা। সুতরাং শিশুদের অধিকার রক্ষার লড়াই এর জন্য সকলকেই উদ্যোগী হতে হবে। নববারাকপুর-বিলকান্দা আঞ্চলিক কমিটির ( AIDWA) সকল দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন, আজ সকাল ১১ টায় নববারাকপুর থানার সামনে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।