রাজ্য

স্বচ্ছ দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ার লক্ষ্যে পানিহাটিতে নাগরিক কনভেনশন।


বলরাম বসু:চিন্তন নিউজ:১২ই মার্চ:–স্বচ্ছ দুর্নীতিমুক্ত পৌরসভা সন্ত্রাস মুক্ত ওয়ার্ড, ঘৃণা মুক্ত সমাজ গড়তে, স্বজনপোষণ দুর্নীতিমুক্ত পৌর বোর্ড গঠন করতে পৌরসভার উন্নয়নকে গণমুখী করে তোলা পৌরসভার উন্নয়ন কাজে সর্বস্তরের মানুষকে যুক্ত করার আহ্বান জানিয়ে পানিহাটি বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসের যৌথ নাগরিক কনভেনশন পানিহাটি লোকসংস্কৃতি ভবন পানিহাটি পৌরসভা নির্বাচন প্রায় দেড় বছর হ’তে গেল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়নি পৌরসভা নির্বাচন সামনে এসে গেছে সেই নির্বাচনকে সামনে রেখে যৌথ নাগরিক কনভেনশন এই নাগরিক কনভেনশনে শুরুতে গণসঙ্গীত পরিবেশন করা হয়। গণসঙ্গীত পরিবেশন করে আই পি টি এ এবং ভারতীয় গণনাট্য সংঘ উত্তর ২৪ পরগনা জেলার সংগীতশিল্পীরা তারপরেই দিল্লিতে ঘটে যাওয়া রাষ্ট্রীয় সন্ত্রাসে যে সমস্ত মানুষ মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়, এবং এই কনভেনশনে দিল্লির মানুষের পাশে দাঁড়ানোর জন্য অর্থ সংগ্রহ করা হয়।

এই সভায় সভাপতিত্ব করেন পানিহাটি বামফ্রন্টের আহ্বায়ক দুলাল চক্রবর্তী। এই নাগরিক কনভেনশনে উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য অনির্বাণ ভট্টাচার্য, সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য শুভব্রত চক্রবর্তী ,বর্ষিয়ান নেত্রী তানিয়া চক্রবর্তী, সিপিআই এম নেতা কুমারেশ কুন্ডু, সুখেন্দু গোস্বামী, ফরওয়ার্ড ব্লকের নেতা স্বপন দাস, প্রাক্তন বিধায়ক ফরোয়ার্ড ব্লকের নেতা হরিপদ বিশ্বাস, আরএসপির জেলার নেতা প্রাক্তন উপ পৌর প্রধান পানিহাটি পৌরসভা পঙ্কজ দাস প্রাক্তন কাউন্সিলর আর এস পি নেতা শিক্ষক দিলীপ দে, জাতীয় কংগ্রেসের নেতা, বিপ্লব বিশ্বাস তাতা ভট্টাচার্য্য গৌতম চ্যাটার্জি সুখেন মজুমদার, তাপস মজুমদার জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি, শুভঙ্কর সরকার রাজ্যের জাতীয় কংগ্রেসের নেতা কল্যাণী চক্রবর্তী মহিলা জাতীয় কংগ্রেসের সভানেত্রী, জাতীয় কংগ্রেসের নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখেন সি পি আই এর পক্ষে কুমারেশ কুন্ডু আরএসপি সর্বভারতীয় নেতৃত্ব মৃন্ময় সেনগুপ্ত ফরওয়ার্ড ব্লক এর পক্ষে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক হরিপদ বিশ্বাস, কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখেন তাপস মজুমদার, জেলা সভাপতি বক্তব্য রাখেন সর্বভারতীয় কংগ্রেসের নেতা শুভঙ্কর সরকার, এবং সিপিআইএম উত্তর জেলা কমিটির সদস্য অনির্বাণ ভট্টাচার্য।

প্রত্যেকের বক্তব্যর মধ্যে দিয়েই উঠে আসে যৌথভাবে প্রার্থীর নাম ঘোষণা করতে হবে যৌথভাবে সমস্ত মিটিং-মিছিলে দুটো রঙের পতাকাকে নিয়ে পথে হাঁটতে হবে যেখানে কংগ্রেস কর্মীরা আক্রান্ত হবে সেখানে বামফ্রন্ট এবং কংগ্রেসের কর্মীদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে যেখানে বামফ্রন্টের কর্মীরা আক্রান্ত হবে সেখানে কংগ্রেস এবং বামফ্রন্টের কর্মী -সমর্থকদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে তৃণমূল এবং বিজেপি দুইজনে দেশের শত্রু তাদেরকে হঠাতে হবে এই বড় দায়িত্ব এই পৌরসভার থেকে নড়াইল থেকে আমাদেরকে শুরু করতে হবে এবং আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে যৌথভাবে আন্দোলন- সংগ্রামের মধ্য দিয়ে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।