দেশ

জম্মু ও কাশ্মীরে পঞ্চায়েত ভোট স্থগিত।


সঞ্জিত রায়:চিন্তন নিউজ:১৮ই ফেব্রুয়ারি:-জম্মু ও কাশ্মীরে পঞ্চায়েত ভোট স্থগিত।নির্বাচন কমিশন জম্মু ও কাশ্মীরের পঞ্চায়েত নির্বাচন স্থগিত করে দিয়েছে। এর আগে আগামী মাসে নির্বাচন স্থীর হয়েছিল।কমিশন সূত্রে জানা গেছে জম্মু ও কাশ্মীরের স্বরাষ্ট্র দপ্তর আইন শৃঙ্খলাজনিত কারন দেখিয়ে নির্বাচনের দিন পিছিয়ে দিতে বলায় নিবাচন স্থগিত রাখা হয়েছে।

বিরোধী দলগুলোর পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে তাদের নেতারা আটক থাকায় তাদের পক্ষে নির্বাচনে অংশগ্রহন করা সম্ভব নয়।আইন শৃঙ্খলাজনিত কারণে নির্বাচন স্থগিত রাখায় কেন্দ্রীয় সরকারের দাবীর অসারতা প্রমানিত হলো।এতদিন তারা বলছিলেন ৩৭০ ধারা বাতিলের পর জম্মু কাশ্মীরে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। অবস্থা স্বাভাবিক হয়েছে। সেখানে স্মশানের শান্তি বিরাজ করছে বলে বিরোধীদের দাবীর সত্যতা প্রমানিত হলো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।