জেলা রাজ্য

ইচ্ছে থাকলে সব বাধা অতিক্রম করা সম্ভব


সুভাষ ধুল: চিন্তন নিউজ:৬ই জুন:- অনিশ্চিত জীবনযাপন, বিপর্যস্ত এবং দুর্নীতির কবলে সরকারি পরিষেবা। দিন আনা দিন খাওয়া মানুষের করুণ চাহনি প্রভাবিত করে না শাসক নামক লুম্পেনদের।

ইচ্ছে থাকলে সব বাধা অতিক্রম করা যে সম্ভব সেটা হাতে কলমে করে দেখিয়ে দিয়েছে সি পি আই (এম) দক্ষিণ হাওড়া এরিয়া কমিটির বেতড় শাখা। জনতার রান্নাঘরে আজকের আমন্ত্রিত অতিথিদের সংখ্যা প্রায় ১৪০০ জন।

সি পি আই(এম) দক্ষিণ হাওড়া এরিয়া কমিটির বেতড় শাখার পরিচালনায় জনতার রান্নাঘরে আজ উপস্থিত পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড নেপালদেব ভট্টাচার্য্য।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।