জেলা রাজ্য

রিষড়া ওয়েলিংটন জুট মিলে এখনও চলছে লকডাউন , লকডাউন প্রত্যাহার দাবিতে অবরোধে AITUC, CITU, INTUC


অর্ণব আচার্য্য:রিষড়া: চিন্তন নিউজ: ৬ই জুন:- রিষড়ায় অবরোধ চলছে। রিষড়া ওয়েলিংটন জুট মিল কর্তৃপক্ষ মিলে এখনও লকডাউন চালিয়ে যাচ্ছে। তাই লকডাউন প্রত্যাহার দাবিতেএআইটিইউসি (AITUC), সিআইটিইউ (CITU), আইএনটিইউসি (INTUC) অনুমোদিত ইউনিয়নের নেতৃত্বে মিলের শ্রমিকরা আজ জিটি রোড অবরোধ করে।

স্বভাবতই যান জট দেখা দিলে প্রশাসন হস্তক্ষেপ করে এবং অবরোধ তুলে নেবার অনুরোধ করলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করতে অস্বীকার করেন। তাঁরা জানিয়ে দেন যে, কর্তৃপক্ষের সুষ্পষ্ট আশ্বাস না পেলে অবরোধ প্রত্যাহার করা হবে না। কর্তৃপক্ষ আগামী মঙ্গলবার পর্যন্ত সময় চাইলে প্রশাসনের অনুরোধে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করতে সম্মত হন।

শ্রমিকদের পক্ষে প্রশাসনের সাথে কথা বলেন এআইটিইউসি নেতা দেবাশিস দত্ত, সিটু নেতা সিউমঙ্গল সিং। প্রশাসনকে বলা হয় ২৪ মার্চ থেকে ২৫০০ শ্রমিক বেতন পান নি। কোন অগ্রিম অর্থ পাননি। সরকার যে সাহায্য বিতরণ করছে তাও এঁরা পাননি। প্রশাসন বিষয়টি দেখবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।