মৃন্ময়ী রং,হাওড়া:চিন্তন নিউজ:১০ই মে :–
করোনা সংক্রামন আটকাতে দেশ জুড়ে লকভাউনের পথে হেঁটেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই। আর তার জেরেই ভয়াবহ অবস্থা দিন আনা দিন খাওয়া দুঃস্থ মানুষগুলির। শ্রমিক স্বার্থ সুরক্ষার কোনো দায়িত্ব ই সরকার নিচ্ছে না । শনিবার এস এফ আই বেলুড় লোকাল কমিটির উদ্যোগে প্রায় ৭০ টি পরিবারে র হাতে তুলে দেওয়া হল খাদ্য সামগ্রী। এদিন তারা চাল,ডাল,আলু, বিস্কুট,সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেয় ওই অসহায় পরিবারে গুলির হাতে।খাদ্য সামগ্রী হাতে পাওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি ওই অসহায় পরিবার গুলিও।