শিক্ষা ও স্বাস্থ্য

রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড হাসপাতাল থেকে দূরে সরানো হোক, দাবি ডিওয়াইএফ‌আই এর


রাহুল চ্যাটার্জি: চিন্তন নিউজ:১৮ই এপ্রিল:- করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রামপুরহাট মহকুমা শাসক ও রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারিটেন্ডেন্ট ক্যম ভাইস প্রিন্সিপালের কাছে দাবি জানিয়ে ছিলো রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড হাসপাতাল থেকে দূরে কোথাও সরানো হোক। হাসপাতালে ভর্তি অন্যান্য রোগীদের স্বার্থেই এই কাজ করা উচিৎ। এই হাসপাতালে বীরভূম জেলার সাথে ঝাড়খন্ড, মুর্শিদাবাদ জেলা থেকেও বহু রুগী চিকিৎসার জন্য আসেন। সকলের নিরাপত্তার কারণেই যুবরা এই দাবি জানিয়েছিল।আজ রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারিটেন্ডেন্ট ক্যম ভাইস প্রিন্সিপাল ড: সুজয় মিস্ত্রি জানান, রামপুরহাট হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে। তারাপীঠের একটি বেসরকারি লজে ও রামপুরহাটের একটি বেসরকারি নার্সিং হোমে কোয়ারেন্টাইন সেন্টার খোলা হচ্ছে। যেহেতু হাসপাতালে অন্যান্য রুগীরা ভর্তি থাকে এবং রুগীর আত্বীয়রা হাসপাতালে যাতায়াত করেন, তাদের স্বার্থেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে রামপুরহাট হাসপাতালে আর কোনো আইসোলেশন ওয়ার্ড থাকবে না। সন্দেহভাজন রুগীদের হাসপাতালে আর ভর্তি করা হবে না। তাদের তারাপীঠ ও রামপুরহাটের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। কয়েকদিন থেকে আইসোলেশন ওয়ার্ডে কিছু সন্দেহভাজন রুগী ভর্তি থাকার কারনে স্বাস্থ্য কর্মী ও রুগীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। হাসপাতালের স্বাস্থকর্মী ও সাফাইকর্মীরা সংক্রমণের আতঙ্কে আইসোলেশন ওয়ার্ডে ঢুকছেন না।

হাসপাতাল সূত্রে জানা গেছে তারাপীঠ ও রামপুরহাটের কোয়ারেন্টাইন সেন্টারে নির্দিষ্ট চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ডিউটি দেওয়া হচ্ছে। ডি ওয়াই এফ আই বীরভূম জেলা সভাপতি অমিতাভ সিং জানান, তারা মহকুমা শাসক ও হাসপাতালের সুপারিটেন্ডেন্টকে স্মারকলিপি দিয়ে দাবি জানিয়েছিলাম রামপুরহাট হাসপাতাল থেকে আইসোলেশন ওয়ার্ড সরিয়ে অন্য কোথাও করা হোক। করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে আইসোলেশন ওয়ার্ড সরানো জরুরি ছিলো। মানুষের স্বার্থে আমাদের দাবি পূরণ হওয়ায় আমরা খুশি। তবে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত সুরক্ষার বিষয়টিকেও সমান গুরুত্ব দেবার দাবিও ডিওয়াইএফ‌আই জানাচ্ছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।