বিদেশ

পোল্যান্ড কি রাজনৈতিক দিক-পরিবর্তনের মুখে?


চিন্তন নিউজ:বিশেষ প্রতিবেদন: মধুমিতা ঘোষ:-১৭/১০/২০২৩:– টান টান উত্তেজনাকর , রাজনৈতিক ডামাডোলে তিক্ত এবং ঝুঁকিপূর্ণ পোল্যান্ডের নির্বাচনোত্তর সমীক্ষা বলছে যে, সেখানকার বর্তমান শাসক দল হারের দোরগোড়ায় দাঁড়িয়ে, এবং বিরোধী দলের সামনে পরবর্তী সরকার গঠনের পথ পরিষ্কার।
সমীক্ষা মতে বর্তমান শাসকদল মেজরিটি না পেলে সেক্ষেত্রে বিরোধী নেতা পোলিশ প্রধানমন্ত্রী ও ইউরোপীয়ান কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ছোট ছোট কোয়ালিশন পার্টির সাহায্য নিয়ে ক্ষমতাসীন হবার সম্ভাবনা প্রবল। ইলেকশন কমিশনের মতে যে কোনো বারের পোলিশ সংসদীয় ভোটের থেকে অনেক বেশি ভোট দান হয়েছে এবার, যা প্রায় ৭৩ শতাংশ।
টাস্ক ও বর্তমান শাসক দলের নেতা দুজনেই জয়লাভের ঘোষণা শোনার জন্য উদগ্রীব। বর্তমান শাসক দল আশাবাদী যে চতুর্থ বার ক্ষমতায় ফিরে তারাই ইতিহাস গড়বে। ওদিকে টাস্কও বলছেন যে পোল্যান্ডের দুঃখের দিন শেষ হতে চলেছ পি আই এস (PIS) এর শাসন-শেষের মাধ্যমে, এবং পোল্যান্ড তার পূর্বের স্বাধীনতা ফিরে পেতে চলেছে।
শেষ খবর অনুযায়ী বুথফেরত সমীক্ষাই সত্য হবার মুখে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।