জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ:১৬/১০/২০২৩:–সোনিয়া অধিকারীঃ- শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, শিমলা ইউনিট এর উদ্যোগে কমরেড বরুণ দাস ও কমরেড চৈতালি দাস এর আর্থিক আনুকূল্যে এলাকার প্রায় ৮০ জন শিশু কিশোরদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় । প্রায় এক দশক পর পুনরায় নতুন করে পথ চলা শুরু করেছে DYFI শিমলা ইউনিট । অনুষ্ঠান ঘিরে এলাকাবাসীর জমায়েত ও চাঞ্চল্য ছিল চোখে পড়ার মত । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DYFI হুগলী জেলা কমিটির সম্পাদক কমরেড শুভঙ্কর দাস ও DYFI হুগলী জেলা সম্পাদকমন্ডলীর সদস্যা কমরেড অন্বেষা দাশগুপ্ত । উপস্থিত ছিলেন গণআন্দোলনের নেতৃত্ব কমরেড মলয় সরকার ।

রোহিত রায়ঃ- বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি মানকুন্ডু তেলিনিপাড়া আঞ্চলিক কমিটির পক্ষ ১৯০৫ সালের ১৬ ই অক্টোবর কার্জনের বঙ্গভঙ্গ নির্দেশের প্রতিবাদে হিন্দু মুসলিমের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন কে দৃঢ় করার উদ্দেশ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রর্বতিত সম্প্রীতির রাখিবন্ধন উৎসব অনুষ্ঠিত হলো বাবুবাজার মোড়ে ।

সুদীপ্ত সরকারঃ-১৯০৫ সাল৷ লর্ড কার্জন বাংলাকে দু টুকরো করার হুকুম জারী করলেন৷বাংলা গর্জে উঠলো৷১৬ই অক্টোবর রবীন্দ্র নাথ ঠাকুর জাতি ধর্ম নির্বিশেষে সকলের হাতে রাখি পরিয়ে বঙ্গভঙ্গের প্রতিবাদ করেছিলেন৷ আজ সেই দিন৷ বঙ্গীয় স্বাক্ষরতা প্রসার সমিতি (B.S.P.S.) জাঙ্গীপাড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে আঁটপুর বাজারে ‘রাখি বন্ধন’ অনুষ্ঠান সম্পন্ন হল ৷ সকাল সাড়ে নটায় কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আজকের দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য জগন্নাথ কুণ্ড, জেলা কমিটির সদস্য ও আঞ্চলিক কমিটির সম্পাদক অজিত ঘোষ। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক অরিন্দম সিংহরায়, তপন বসু,নরেশ নন্দী, শিউলী রায়। স্বরচিত কবিতা পাঠ করেন কালীদাস ভট্টাচার্য। সভাপতিত্ব করেন সনাতন ঘোষ।

দেবু ঘোষঃ-বিপ্লবী কালিচরণ ঘোষ,শিশু হাসপাতালের (চন্দননগর)সালটা ২০০০ উদ্বোধনে নক্ষত্র সমাবেশ।
সবাই বলে বাম সরকার কিছুই করেনি।ছবি কিন্তু কথা বলে।এখন ওই দিশারী হাসপাতাল ও শিশু হাসপাতাল দুটোই রুগ্ন।তৃণমূল সরকারে আসার পর শুধু নীলসাদা রং হয়েছে।আর কিছু হয়নি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।