বিজ্ঞান ও প্রযুক্তি

আকাশ থেকে সূর্য হারিয়ে যাচ্ছে ?


চিন্তন নিউজ:–১লা জুন২০১৯: অতকী দাস:— আকাশ থেকে কি তবে হারিয়ে যেতে চলেছে সূর্য্য !
হ্যাঁ অত্যন্ত ভয়ানক এই খবরটি সামনে এসেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে।সেখানে প্রকাশিত তথ্য অনুযায়ী সৌর পৃষ্ঠে বিশালায়তন দুটো গহ্বর ধরা পড়েছে নাসার টেলিস্কোপে।সাধারণত সূর্য্য পৃষ্ঠে এরকম গর্ত থাকে;সূর্য্যের মধ্যে অপেক্ষাকৃত ঠান্ডা অঞ্চল বলে চিহ্নিত করা হয় এই অঞ্চলগুলি কে।কিন্তু এত বড় মাপের সৌর কলঙ্ক বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।সূর্য্যের আয়তনের প্রায় ৬-৮ শতাংশ অব্দি ব্যাপ্ত এই গহ্বর এর কারণে ঘটতে পারে তীব্র সৌর ঝড় যা প্রবল ক্ষতিগ্রস্ত করতে পারে নিকটবর্তী গ্রহগুলির।গহ্বরগুলি ক্রমে আরো বড় আকার নিলে কি হতে পারে সেই নিয়েই চলছে গবেষণা।আশঙ্কা সংঘটিত হচ্ছে,প্রশ্ন উঠতে শুরু করেছে সূর্য্যের অস্তিত্ব নিয়েই।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।