দেশ রাজ্য

আগে জানলে শপথে যেতাম না, বিজেপির কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ শহীদ বাবলু সাঁতরার স্ত্রীর


মাধবী ঘোষ, চিন্তন নিউজ, ১জুন: “আগে জানলে মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যেতাম না” বৃহস্পতিবার রাইসিনা হিল এ যাওয়ার পথে এভাবেই বিজেপির কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন পুলওয়ামা জঙ্গী হামলায় শহীদ জওয়ান বাংলার বাবলু সাঁতরার স্ত্রী মিতা সাঁতরা। তিনি বলেন, “আমার স্বামী দেশের জন্য প্রাণ দিয়েছেন। তাই সে শহীদ মর্যাদা পাওয়ার যোগ্য। আর দলাদলি করতে গিয়ে যারা মরেছে, তাদেরকেও বিজেপি শহীদ মর্যাদা দিয়ে রাইসিনা হিলসে শপথ অনুষ্ঠানে ডেকেছে! এতে আমার স্বামীকে অমর্যাদা করা হচ্ছে।” তিনি এর প্রতিবাদ করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পশ্চিমবঙ্গ থেকে ৫৪ জন শহীদের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের বেশির ভাগই বাংলায় শাসকদলের রাজনৈতিক হিংসার শিকার হয়ে শহীদ হয়েছেন বলে দাবি বিজেপির। পাশাপাশি এই দিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রণ জানানো হয়েছে পুলওয়ামা হামলায় শহীদ জওয়ানদেরও। দুটো ক্ষেত্রেই “শহীদ” শব্দ ব্যবহার হওয়ায় আপত্তি জানান জওয়ান বাবলু সাহার স্ত্রী মিতা সাঁতরা। তার কথায়, “একই ট্রেনে আমার সাথে রাজনৈতিক কারণে মৃতদের পরিবারকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা জানলে আমি যেতাম না ওই অনুষ্ঠানে।”


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।