রাজ্য

তৃণমূলের ২১শে জুলাই-সমাবেশের খরচ বহন করবেন রাজ্যসরকার!!


সূপর্ণা রায়: চিন্তন নিউজ:১৮ই জুলাই:–সরকারি টাকাতেই ২১ শে জুলাই এর সভা ধর্মতলায় —— “””সততার প্রতীক “”আর লেখে না তৃনমূল কংগ্রেস।। কাটমানি সামনে আসার পর আর তা লেখার প্রশ্নও আসে না।। এবার ২১ শে জুলাই এর সভার নাম হয়ে গেল —–“”সংগ্রামের প্রতীক “”—– তার থেকেও বড় কথা এবারের সভার যে বিপুল খরচ তা বহন করছে রাজ্য সরকার—-তার মানে আমার আপনার আম আদমি র করের টাকাতে।। রীতিমত টেন্ডার ডেকে এই সভার আয়োজন করছে সরকারের পুর্তদপ্তর।। গত বুধবার এই বিষয় এ দুটি টেন্ডার ডাকা হয়েছে।। কি কাজ করতে হবে তা টেন্ডারে পরিষ্কার ভাবে বোঝান হয়েছে এবং পরিষ্কার ভাবে লেখা আছে ——“”ধর্মতলার ২১ শে জুলাই শহীদ দিবস নামে পরিচিত তৃনমূল কংগ্রেসের জনসভায় অস্থায়ী ই- ওয়ার্ক””সুত্রের খবর ই–ওয়ার্ক মানে বিদ্যুৎ সংযোগের পরিকাঠামো গড়ে তোলা সংক্রান্ত কাজ। ১৮ ই জুলাই এর মধ্যে টেন্ডার জমা দিতে বলা হয়েছে।। সরকারি নিয়মানুযায়ী টেন্ডারের টাকার ২% আর্নেস্ট মানি হিসেবে জমা রাখার কথাও বলা হয়েছে বা ঠিকাদার দের নির্দেশ দেওয়া হয়েছে।। এই টেন্ডার দুটির মোদ্দা কথা হল জনসভার টাকা খসবে সরকারি কোষাগার থেকে।। পুলিস কে খোলাখুলি ভাবে দলের কাজে ব্যাবহার তৃনমূলের অভ্যাস।।। কিন্তু কাটমানি নিয়ে এই ঝড়ের মধ্যে এভাবে সভা করা আসলে মমতার শোধরানো শুধুমাত্র লোকদেখানো।। জোড়াফুলের নীচে এখন থেকেই “”সংগ্রামের প্রতীক ” লেখা শুরু হয়েছে।। আগামী বিধানসভা নির্বাচনে জেতার জন্য মমতা ব্যানার্জী নানারকম কৌশল বদলের চেষ্টা করছেন।। উদ্ধত নেতা দের ডেকে সুবোধ—-শান্ত—–ভদ্র হওয়ার নির্দেশ দিচ্ছেন।। কাটমানি নিয়ে প্রকাশ্য স্বীকারোক্তি করে রাজ্যবাসীর কাছে নিজের ভাবমুর্তি উদ্ধারের চেষ্টা করতেও ছাড়েননি। নজরুল মঞ্চের সভাতেএই ঘোষনার পর থেকেই অনেক নেতা- কর্মী দের বাড়ী ঘেরাও ——গাড়ী ভাংচুর এর ঘটনা ঘটেছে।।অনেক জায়গাতে কিছু কিছু টাকাও ফেরত পেয়েছেন মানুষ।। সবই তৃনমূলের সৎ সাজার চেষ্টা।। যদিও বড় বড় নেতা দের বিরুদ্ধ এ কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে।। এই পরিস্থিতিতে ২১ শে জুলাই এর সভা আর এই সভা ঘিরে নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে।। সরকারি প্রকল্প এর টাকা যে যেভাবে পেরেছে নিয়েছে এই তৃনমূল নেতা রা।।চুরিও করছে প্রচুর টাকা।। বিভিন্ন জায়গাতে পোস্টার পড়েছে।। অভিযোগ ——–কাটমানি মানে সরকার মানুষ কে ঠকিয়ে সেই টাকা নিজেদের ভোগে লাগিয়েছে।।। আর সেই দলের সমাবেশ হচ্ছে সরকারি কোষাগার থেকে।।এটাও কি এক ধরনের কাটমানি নয়??? সরকারি টাকাতে কিভাবে সভা করেন কাটমানির বিরুদ্ধে সোচ্চার হওয়া মমতা ব্যানার্জী???? এই বিষয় সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য কে প্রশ্ন করা হয়েছিল।। তিনি বলেন কাটমানি নেওয়াই এবার তৃনমূলের বিপর্যয়ের কারণ।। এই বিষয়ে তিনি সবাইকেই সতর্ক হতে বলেন। এই কাটমানি ফেরত চুনোপুটি দের দিয়ে শুরু হয়েছে।। এও বলেন কিছু লোকসতর্ক হলে ভালো।। তবে রাঘববোয়াল অবধি পৌছালে আবার দলের মধ্যে চাপ তৈরী হবেএই কাটমানি ফেরতের পথ থেকে ফিরে আসার।। ফলে সব কিছু কোনদিকে যাচ্ছে সেদিকে লক্ষ রাখা উচিৎ “”—


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।