রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:১৫ই এপ্রিল:-আজ ১৫ এপ্রিল ২০২০ নিন্মলিখিত দাবিতে রামপুরহাট মহকুমা শাসককে ডেপুটেশন দিলো ভারতের কমিউনিস্ট পার্টি(মার্ক্সবাদী) রামপুরহাট ১ পূর্ব লোকাল কমিটি।
দাবিসমূহ : –
১) নাইসেডের কাছে পর্যাপ্ত কিট থাকা সত্ত্বেও বাংলায় করোনা পরীক্ষা এড়ানো হচ্ছে কেন রাজ্য সরকার জবাব দাও।
২) অবিলম্বে করোনা রুখতে রাজ্য সরকারকে লক ডাউনের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণ পরীক্ষার ব্যবস্থা করতেই হবে
৩) ডাক্তার, নার্স সহ স্বাস্থ্য কর্মীদের উপযুক্ত সুরক্ষার ব্যবস্থা করে সব হাসপাতালে চিকিৎসা পরিষেবা অব্যাহত রাখতে হবে।
৪) করোনায় আক্রান্তের ও মৃতের সংখ্যা আড়াল করে রাজ্যবাসীকে আরো বড় বিপদে ফেলা চলবে না।
৫) রেশন কার্ড থাক বা না থাক সব গরিব মানুষকে পরিবার পিছু মাসিক ৩৫ কেজি চাল, ও কেন্দ্রীয় সরকারকে ৫০০০ টাকা, রাজ্য সরকারকে ২০০০ টাকা সব গরিব মানুষের ব্যাঙ্ক একাউন্টে দিতে হবে।
৬) অবিলম্বে রেশনের চাল পাচার, দুর্নীতি ও কালোবাজারি বন্ধ করতে হবে।
৭) পরিযায়ী শ্রমিকদের বিষয়টি মানবিকতার সঙ্গে ভেবে কেন্দ্র ও রাজ্য সরকারকে তাদের খাবার ও থাকা নিশ্চিত করে এলাকায় ফিরিয়ে আনার দ্রুত ব্যবস্থা করতে হবে।
অন্যদিকে একই দাবীতে সিউড়ি, দুবরাজপুর, নানুর ,ইলামবাজার ও ময়ূরেশ্বরেও ডেপুটেশন দেওয়া হয়।।