রাজ্য

জলপ্রকল্প করতে জমির অভাব, মন্দিরের জন্য সাতশো একর বরাদ্দ!!


চৈতালী নন্দী:চিন্তন নিউজ:১৮ই জুলাই:– জল প্রকল্পের জন‍্যে জমি নেই, কিন্তু মন্দিরে র জন‍্যে ৭০০ একর ।।

জনস্বাস্থ্য দপ্তর তাদের একটি নথিতে অসহায় ভাবে জানিয়েছে জমির সঠিক ব‍্যাবস্থা না হওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষের পানীয় জলের বন্দোবস্ত করা যাচ্ছে না। আমরা জানি জলের অন্য নাম জীবন। রাজ‍্যের বিভিন্ন জলপ্রকল্প গুলো যখন আটকে যায় শুধুমাত্র জমি র জন‍্যে সেখানে ইস্কন মন্দির কে ৭০০একর জমি দেবার যৌক্তিকতা কোথায়?
জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, বারবার আবেদন করেও জমি মিলছেনা।এর ফলে আর্সেনিক ও ফ্লোরাইড বিষাক্ত এলাকা গুলি তেও জলপ্রকল্প গুলো আটকে আছে।
এ রাজ‍্যে 16 টি মেগা জলপ্রকল্পের পরিকল্পনা রয়েছে।তার মধ‍্যে অনেক গুলো ই বামফ্রন্টের আমলে শেষ হয়েছিল এবং কিছু অর্ধসমাপ্ত প্রকল্প তৃনমূল এর আমলে শেখ হয়েছে।তৃনমূল এর আমলে পরিকল্পনা করা কিছু প্রকল্প জমিজটে আটকে রয়েছে।যেমন বালি জগাছা (ফেস-2)একটি প্রকল্পডোমজুড়,পাঁচলা,উলুবেড়িয়া-2,ইত্যাদি।
সরকার মন্দিরের জন‍্যে যতো তৎপর সাধারণ মানুষের অতি প্রয়োজনীয় জলের জন‍্যে ততটা নয়।গত 4 জুলাই ইস্কনের রথের দড়ি টানার অনুষ্ঠানে মুখ‍্যমন্ত্রী মমতা ব‍্যানার্জী ঐ মন্দিরের জন‍্যে 700 একর জমির ব‍্যাবস্থা করে দেওয়ার কথা জানান।পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান ওখানে একটি বড় মন্দির ও তৎসংলগ্ন একটি পর্যটন কেন্দ্র হবে।প্রকল্প টি মুখ‍্যমন্ত্রী র তত্বাবধানে ই রয়েছে।
তাহলে প্রশ্ন হোলো যে জলের মতো একটি জীবনদায়ী গুরুত্বপূর্ণ প্রয়োজন ধর্মের রাজনীতি র কাছে হার স্বীকার করলো!


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।