শিক্ষা ও স্বাস্থ্য

ধূমপায়ীরা সাবধান


চিন্তন নিউজ:-১লা জুন,২০১৯:-মীরা দাস:– বিশ্ব তামাক বিরোধী দিবসে ,একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্হ্য সংস্হা ।প্রতিবছর প্রায় ৬৫ হাজার শিশুর মৃত্যু হচ্ছে ধুমপানের কারনে ।
রিপোর্টে আরও বলা হয়েছে তামাক যারা সেবন করেন তাদের ৫০ শতাংশ মানুষের মৃত্যু ঘটে তামাকের কারনে । প্রতি বছর বিশ্বে প্রায় ৯০ লক্ষ মানুষের মৃত্যু ঘটছে তামাক সেবন জনিত কারনে,আর ধুমপানের জন্য প্রায় ৭০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। বাদবাকি মৃত্যু হয় ধুমপানের প্রভাবে। এবং ধুমপানের প্রভাবে প্রায় ৬৫ হাজার শিশুর মৃত্য হচ্ছে বছরে ।
ভারতের অবস্হা আরও ভয়ংকর। মোট জনসংখ্যায় ধুমপানের অনুপাত ৩ জন পিছু ১ জন ।
ভারতে সব থেকে জনপ্রিয় তামাক ,খৈনী। প্রায় ১১ শতাংশ মানুষ খৈনী সেবন করেন । তামাক জাত দ্রব্যের উপর নিয়ন্ত্রন না আনলে বড়সড় বিপদের মুখে পড়তে পারে ভারত। এই খবর বিশ্ব স্বাস্হ্য সংস্হা জানিয়েছেন সাথে উদ্বেগ প্রকাশ করেছেন ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।