বিজ্ঞান ও প্রযুক্তি বিদেশ

ভিনগ্রহে ‘মানুষ’!!থাকলে দেখতে কেমন?বললেন বিজ্ঞানী।


নিউজ ডেস্ক:চিন্তন নিউজ: ২রা নভেম্বর:–বিশ্বের বহির্ভাগের জীব,বা মানুষের চেহারা কেমন হবে তা নিয়ে কৌতুহলের শেষ নেই।এখনো নিশ্চিত কোন সন্ধানও মেলেনি। অবশ্য সাই ফাই বা কল্পবিজ্ঞান নামে সিনেমায় দেখা গেছে ভিনগ্রহের মানুষ’ আকৃতিতে ছোট, সবুজ।

ব্রিটিশ বিজ্ঞানী ডঃ ম্যাগি অ্যাডরিন-পোকোক বলেছেন গ্রহান্তরে মানুষ সিনেমায় দেখা সবুজ, ছোট হবে না।বরং তারা দেখতে বিশাল হবে। জেলিফিশের মত, এবং নীচের দিকটা হবে কমলা রঙের। বিজ্ঞানী ডঃ ম্যাগি অ্যাডরিন পোকোক উপগ্রহ বিশেষজ্ঞ । তিনি আর‌ও বলেছেন জেলিফিশের মত দেখতে হলেও এই প্রাণী(মানুষ) সমুদ্রে বাস করবে না। বরং বৃহস্পতির মত গ্রহের স্থলভাগে বাস করবে।

প্রসঙ্গত জীবনের যে ব্যাপক সমারোহ দেখতে পাওয়া যায়, তা সবটাই কার্বন ভিত্তিক।কিন্তু গ্রহান্তরে প্রাণী কার্বন ভিত্তিক হবে না।বরং তারা হবে সিলিকন ভিত্তিক। তারা ত্বক ও চামড়ার মধ্য দিয়ে আলো গ্রহন করবে। তাদের বিশাল মুখগহ্বরের মধ্য দিয়ে আবহমন্ডল থেকে রাসায়নিক উপাদান টেনে নেবে। দেহের তলদেশ কমলা হ‌ওয়ায় শিকারি প্রাণীদের ফাঁকি দিতে পারবে।তাদের দেহ হবে পেঁয়াজের আকৃতির মত। এবং অনেকটা গরম বাষ্পপূর্ণ বেলুনের মত কাজ করবে।প্রয়োজনমত গ্যাস টানা ছাড়া করতে পারবে।ফলে সহজেই ওপরে ওঠা,নীচে নামা করতে পারবে।

বিজ্ঞানী পোকোকের মতে বহির্বিশ্বের মানুষের সাথে কখনোই বিশ্বের মানুষের দেখা হবে না।নক্ষত্রপুঞ্জ মিল্কিওয়েতেই রয়েছে লক্ষ কোটি গ্রহ। এরমধ্যে হাতে গোনা কয়েকটিতে জীবন টিকে থাকতে পারে।তাই এসব গ্রহের জীবন সম্পর্কে মানুষের কোনোদিন জানা হয়ে উঠবে না হয়তো।

অবশ্য গ্রহান্তরে জীবন নিয়ে কৌতূহল কখনোই থেমে থাকবে না।নিত্য নতুন গবেষণা চলছে যেমন, তেমন‌ই আর‌ও গবেষণা চলতে থাকবে।হয়তো কোনো গ্রহে উন্নত মানব সভ্যতা গড়ে উঠেছে বা উঠবে। হয়তো সেই গ্রহের মানুষ‌ও পৃথিবীর জীবন নিয়ে গবেষণা করেছেন। হয়তো যেমন আছে, তেমন নিশ্চিত হ’তে গবেষণাও চলবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।