বিদেশ

আরব দুনিয়াতে আবার রাজনৈতিক অস্থিরতা ।


স্বাতী শীল: চিন্তন নিউজ:১৩ই অক্টোবর:– জোড়া মিসাইলের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ইরানের দুটি তেলের ট্যাঙ্কার,,,ঘটনাটি ঘটেছে সৌদি আরবের বন্দর নগরী জেড্ডায়।এই দিন অতর্কিত মিসাইলের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির দুটি ট্যাঙ্কার সাবিতি ও শিনোপা। সাবিতি থেকে ইতিমধ্যে তেল চুঁইয়ে পড়তে শুরু করেছে লোহিত সাগরে।এই ঘটনা নতুন করে অস্থিরতাসৃষ্টি করেছে নিউইয়র্ক ও তেহরানের মধ্যে।

প্রসঙ্গত উল্লেখ করা যায়,মাস খানেক আগেই হরমুজ প্রণালীতে একের পর এক ট্যাঙ্কার ধ্বংসের ঘটনায় ইরানের দিকে অভিযোগের আঙুল তোলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প,যদিও এই অভিযোগ অস্বীকার করে ইরান।তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের একাংশের ধারণা,সেই ঘটনারই ফলশ্রুতি এই মিসাইল হামলা।

ইরানের জাতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর,জেড্ডা থেকে প্রায় ৬০ মাইল দূরে একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কারের ওপর মিসাইলের হামলা হয়,স্থানীয় সময় ভোর ৫ টা নাগাদ।শিনোপা নামক ট্যাঙ্কার টির ওপর হামলা হয় ভোর ৫ টা ২০মিনিটে।মধ্যপ্রাচ্যের দায়িত্বপ্রাপ্ত ইউ এস নেভির মুখপাত্র পিট পাগানো এই ঘটনার কথা স্বীকার করলেও এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে চান নি। ইরানিয়ান সংবাদ সংস্থা,আই আর এন এ-র খবর অনুযায়ী গত ১৪ ই অগষ্ট শেষ বারের মত সাবিতির খবর পাওয়া গিয়েছিল। তবে শিনোপার গতিবিধি সম্পর্কে বৃহষ্পতিবারও খবর পেয়েছে ইরান।শুক্রবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে এক ধাক্কায় তেলের দাম ব্যারেল প্রতি এক মার্কিন ডলার করে বেড়ে যায়।

তবে আই আর এন এ-র সূত্রের খবর, বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এই হামলার পিছনে সন্ত্রাসবাদী হামলার অনুমানকে উড়িয়ে দিচ্ছে না ইরান।এই সংস্থা থেকে জানানো হয়েছে যে,জাহাজের নাবিক সহ অন্যান্য কর্মীরা অক্ষত অবস্থাতেই আছেন।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।