বিশেষ প্রতিবেদন : মিতা দত্ত: চিন্তন নিউজ:৩১শে জুলাই:–গত কয়েকদিন ধরে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালি এবং যুক্তরাজ্যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে লকডাউন ও ভ্যাকসিন স্কিমের প্রতিবাদে।
ফ্রান্সের রাজধানী প্যারিসে আনুমানিক দেড় লক্ষ লোক প্রতিবাদ করেন রাস্ট্রপতি ম্যানুএল মার্কোর করোনা বিধিনিষেধের বিরুদ্ধে।বিক্ষোভকারীরা “স্বাধীনতা” “স্বাধীনতা” স্লোগান তোলে। ফরাসী পুলিস তাদের আটকাতে টিয়ার গ্যাস প্রয়োগ করে।প্রচুর মানুষ গ্রেপ্তার হন।
ইতালির রোম, নেপলস, তুরিন ইত্যাদি শহর থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ রাস্তায় নামে।তাদের দাবী “সরকার করোনা প্রতিরোধে ব্যর্থ আর আমাদের ওপর অহেতুক বিধিনিষেধ জারি করেছে। আমরা স্বৈরাচারের অবসান চায়”।
একই ছবি দেখা দিয়েছে লন্ডনে।বিক্ষোভকারীদের দাবী সরকার তাদের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে। সরকারের ট্র্যাপ আন্ড ট্রেস আ্যাপ তাদের চলাচলে বাধা দিচ্ছে।এই আ্যাপের জন্য প্রচুর মানুষকে কোয়ারেন্টাইন করে দেওয়া হচ্ছে।