মাধবী ঘোষ: চিন্তন নিউজ:৩০শে ডিসেম্বর:–ক্ষতি ঘন্টায় ২.৪৫ কোটি ! ধুঁকতে থাকা টেলিকম শিল্পে বিপুল ক্ষতি নেট বন্ধের সিদ্ধান্তে
সংবিধানের ৩৭০ ধারা রদের পরে জম্মু-কাশ্মীরে দীর্ঘদিন মোবাইল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র । আর তার পরে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ চলায় দেশের বেশ কিছু অঞ্চলে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এভাবে নেট বন্ধের জেরে টেলিকম সংস্থাগুলির প্রতি ঘন্টায় ২.৪৫ কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে দাবি সংশ্লিষ্ট শিল্পের সংগঠন সিওএআইয়ের ।
এমনিতেই টেলিকম শিল্পে চলছে আর্থিক সংকট। তার ওপরে গত অক্টোবরে সুপ্রিম কোর্টের নির্দেশে কাঁধে চেপেছে লাইসেন্স ফি’র বিপুল বোঝা। ভারতে মাসে গ্রাহক কিছু গড়ে ৯.৮ জিবি ডাটা ব্যবহার হয় বলে সমীক্ষায় দাবি সুইডিস সংস্থা এরিকসনের। যা সারা বিশ্বে সবচেয়ে বেশি।