দেশ

নতুন বছরের প্রথম দিনেই রেকর্ড গড়ল ভারত


মীরা দাস, চিন্তন নিউজ, ১২ জানুয়ারি : বছরের প্রথম  দিনেই  সর্ব্বোচ্চ শিশুর  জন্ম দিয়ে ভারত রেকর্ড গড়ল। ১লা জানুয়ারী  ইউনিসেফের রিপোর্ট  অনুযায়ী সারা বিশ্বে  ৩ লক্ষ ৯২ হাজার ৭৮ টি শিশু  জন্ম নিয়েছে, এর মধ্যে ভারতেই  জন্ম হয়েছে ৬৭ হাজার  ৩৮৫  শিশু। ইউনিসেফ  জানিয়েছে  প্রথম  শিশুটি  জন্মেছে ‘ফিজি’ তে এবং  শেষ  শিশুটি জন্ম  নিয়েছে  আমেরিকায়। প্রতি বছর ইউনিসেফ বছরের  প্রথম দিনটি উদযাপন করে।

তবে চিকিৎসকরা জানাচ্ছেন  বছরের  প্রথম দিনটি বেছে নেবার জন্য আগাম সিজার পদ্ধতি অবলম্বন  করা হচ্ছে সেক্ষেত্রে সমস্যাও দেখা দিচ্ছে। যেমন ২০১৮  সালে  প্রায় ২৫  লক্ষ সদ্যোজাত শিশু জন্মের দিনই মারা গিয়েছিল। সময়ের আগে শিশুর জন্ম হলে নানা জটিলতা দেখা দেয়; যেমন সংক্রমনের  সমস্যা, বেশীর ভাগ শিশু এই  কারনে মারা যায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।