দীপশুভ্র সান্যাল:চিন্তন নিউজ:১৬ই মে:– নিজের নাবালিকা মেয়েকে শ্লীলতাহানি অভিযোগে গ্রেফতার করা হল বাবাকে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।নাবালিকার পরিবার সূত্রে জানাগিয়েছে, রবিবার বিকেলে নাবালিকার বাবা তাকে শ্রীলতাহানি চেষ্টা করে সেসময় ওই নাবালিকা তার পিসিকে ঘটনাটি জানায়। ঘটনাটি জানাজানি হতেই স্থানীয়রা অভিযুক্তকে ধরে ধূপগুড়ি থানায় খবর দেয়। ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে অভিযুক্ত বাবাকে আটক করে।
নাবালিকার ঠাকুরদার লিখিত অভিযোগের ভিত্তিতে পরে তাকে গ্রেফতার করা হয়। নাবালিকার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে পকসো ৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে নিয়ে আসে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।