জেলা

খবরে কলকাতা—


কাকলি চ্যাটার্জী–চিন্তন নিউজ:১৯শে সেপ্টেম্বর:- উদারনীতি, বেসরকারিকরণ, ধান্দার গণতন্ত্র— শব্দগুলো এখন অতীব পরিচিত। শুরু হয়েছিল অনেক আগেই, কোভিড ১৯ কে হাতিয়ার করে দেশের বেচনেওয়ালা সরকার কার্যতঃ দেশটাকেই বেচে দিতে উঠেপড়ে লেগেছে! শ্রম আইনের ব্যাপক রদবদল ঘটিয়ে শ্রমিকের ন্যুনতম রক্ষাকবচ হরণে মরিয়া কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার।

লাভজনক সংস্থা বিএসএনএল কে রুগ্ন করে বিক্রি করে দিতে তৎপরতা তুঙ্গে। ৫০০০ ঠিকাকর্মীর বেতন হয়নি গত ১৪ মাস! ছাঁটাই করতে ব্যস্ত সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ঠিকাকর্মীরা। গত ৯ সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে আন্দোলন চলছে সিটুর নেতৃত্বে। কলকাতার ১০ টি এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ ও ডেপুটেশনে সামিল কর্মীরা। আজ বড়বাজার, মাণিকতলা, টেরিটিবাজার, বাগবাজার ও কাশীপুর এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ প্রদর্শিত হয়। গণতান্ত্রিক মহিলা সমিতি, ভারতের ছাত্র ফেডারেশন, পিবিইউএস, গণতান্ত্রিক যুব ফেডারেশনের নেতৃত্ব ও অংশগ্রহণ করেন বিক্ষোভ কর্মসূচিতে।

আনাজের দাম বাড়ছে রোজ,
দিদি-মোদির নেইকো খোঁজ- — বাজারের ঊর্ধ্বমুখী দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের! রান্নাঘরে যেন সত্যিই আগুন লেগেছে, সেই আগুনে সরাসরি জ্বলে মরছে সংসারের গৃহিণীরা। সমাজব্যবস্থার কল্যাণে রান্নাঘরে একচ্ছত্র আধিপত্য তাঁদেরই। বাড়ির বাচ্চাদের মুখে ভালোমন্দ খাবারটুকু তুলে দিয়ে শেষ পাতে তাঁদের বরাদ্দ সামান্যই। প্রতিবাদে মুখর মহিলারা। সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পতাকাতলে সমবেত মহিলারা গর্জে উঠছেন রাজ্যব্যাপী। আজ সংগঠনের রাজ্য কমিটির আহ্বানে শিয়ালদহ বিগবাজার থেকে এন্টালী বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিলে গর্জে উঠলেন মহিলা কর্মীরা। মিছিল শেষে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদিকা কনীনিকা ঘোষ।

সংবাদদাতা—–অমরেশ ঠাকুরতা জানাচ্ছেন।আবারও ৮১ নং ওয়ার্ড দূষণমুক্ত করার কাজে পথে নামল জনস্বাস্থ্য কমিটি ও কলকাতা নাগরিক সমাজ। সাহাপুর কলোনীর পশ্চিম অংশ ও মেন রোডের কিছু অংশ আজ স্যানিটাইজ করা হল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।