জেলা

বিদ্যুৎ বরণ ভক্ত স্মরণে


কল্পনা গুপ্ত, চিন্তন নিউজ:- ২১শে আগস্ট:- দাঁইহাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও সি পি আই (এম) পার্টির কাটোয়া ২ কমটির সম্পাদক বিদ্যুৎ বরণ ভক্ত গত ১৯ শে আগষ্ট রাত ১১টা ৩৫ মিনিট নাগাদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক, শ্রমিক নেতা, সি আই টি ইউ, কাটোয়া এরিয়া কমিটি ২এর সম্পাদক, জেলা কমিটির সদস্য। এছাড়াও তিনি ছিলেন চারপাতাইহাট হাই স্কুলের জনপ্রিয় শিক্ষক।

পূর্ববঙ্গ থেকে আসা ছিন্নমূল এক পরিবারের লড়াই করে এগিয়ে চলা মানুষ, যিনি মিলেছিলেন বামপন্থী রাজনৈতিক জীবনে। তিনি রাজনৈতিক পরিমন্ডলে এক শুভবোধের প্রসার ঘটিয়েছিলেন। দলীয় দায়িত্ব ও শিক্ষকতা জীবন সর্বত্রই তিনি আমজনতার ছিলেন অত্যন্ত কাছের মানুষ। তাঁর আচমকা চলে যাওয়ায় পরিবার ও পার্টিতে আক শূন্যতার সৃষ্টি হলো। তাঁর অকস্মাৎ জীবনাবসানে গভীর শোক প্রকাশ করেছেন সি পি আই এমের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক কমরেড অচিন্ত্য মল্লিক।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।