জেলা

হুগলি জেলার সংবাদঃ-


চিন্তন নিউজঃ২৬শে অক্টোবর:- সুদীপ্ত সরকারঃ-কৃষি আইন, বিদ্যুৎ আইন, শ্রম কোড বাতিলের দাবীতে দিল্লিকে ঘিরে কৃষক আন্দোলনের আজ ১১মাস পূর্ণ হলো৷ কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে জাঙ্গীপাড়া বাজারে থানা কৃষক সমিতি ও ক্ষেত মজুর ইউনিয়ন যৌথ ভাবে বিক্ষোভ মিছিল আয়োজন করে৷ মিছিলে উপস্হিতি ছিলো ভালো৷।

জয়দেব ঘোষঃ-১১ মাসব্যাপী দিল্লীতে কৃষক আন্দোলনের সমর্থনে,উত্তরপ্রদেশের লখিমপুরে কৃষক হত্যার প্রতিবাদে এবং পেট্রোল, ডিজেল, সার, রান্নার গ্যাস সহ অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তারকেশ্বরে মিছিল।

বিরোধী দের ৫০ জনের সভা বা মিছিল করতে প্রশাসনের নানা বিধি নিষেধ আরোপ থাকে…
আর সেই প্রশাসনের নাকের ডগায় বাঁশবেড়িয়া শহরের দুটো প্রান্তে বিজয়া সম্মিলনীর নামে উপছে পড়া ভিড় দেখিয়ে শক্তি প্রদর্শনের খেলা চলে।

আজ রাত ৮:৩০ টায় রেড ভলান্টিয়ার্সদের কাছে খবর আসে, মগরা নাকশা এলাকাতে এক ব্যক্তির খুব শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। খবর পেয়ে তৎক্ষণাৎ, মগরা-দিগসুই-সপ্তগ্রাম রেড ভলেন্টিয়ার্স এর পক্ষ থেকে ওনার বাড়িতে অক্সিজেন সিলিন্ডার ডেলিভারি দেওয়া হয়।

সোমনাথ ঘোষঃ-দিল্লিতে ঐতিহাসিক কৃষক আন্দোলন ১১ মাস পুর্ন করলো।সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে চন্ডীতলা- ১ সংযুক্ত কিষান মোর্চার ডাকে মশাট বাজারে বিক্ষোভ মিছিল। মিছিলে কম স্বপন বটব্যাল কম অশোক নিয়োগী কম সোমনাথ ঘোষ কম আশীষ চ্যাটার্জি কম সঞ্জয় ঘোষ ও কম লক্ষী মালিক সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।